Advertisement
E-Paper

আবার টি-টোয়েন্টিতে শতরান, বিশ্বরেকর্ড ফাফ ডুপ্লেসির, কী নজির গড়লেন?

আইপিএলে দিল্লির হয়ে সে ভাবে নজর কাড়তে পারেনি। তবে আমেরিকার মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) ভাল ফর্মে রয়েছেন ফাফ ডুপ্লেসি। রবিবারের ম্যাচে শতরান করে বিশ্বরেকর্ড করলেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ২২:৪৪
cricket

শতরানের পর ডুপ্লেসি। ছবি: সমাজমাধ্যম।

আইপিএলে দিল্লির হয়ে সে ভাবে নজর কাড়তে পারেনি। তবে আমেরিকার মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) ভাল ফর্মে রয়েছেন ফাফ ডুপ্লেসি। রবিবারের ম্যাচে শতরান করে বিশ্বরেকর্ড করলেন তিনি। চলতি প্রতিযোগিতায় এটি তাঁর দ্বিতীয় শতরান।

দিল্লির হয়ে আইপিএলে ন’ম্যাচে মাত্র ২০২ রান করেছিলেন ডুপ্লেসি। তিনি এখন এমএলসি-তে টেক্সাস সুপার কিংসের হয়ে খেলছেন। ২০ জুন সান ফ্রান্সিসকো ইউনিকর্নের বিরুদ্ধে শতরান করেছিলেন তিনি। সোমবার এমআই নিউ ইয়র্কের বিরুদ্ধে আবার একটি শতরান করেন। ডুপ্লেসি হলেন প্রথম ব্যাটার, যিনি ৪০ বছর বয়স পেরনোর পর টি-টোয়েন্টিতে দু’টি শতরান করলেন।

প্রথম ব্যাটার হিসাবে এই কৃতিত্ব রয়েছে ইংল্যান্ডের গ্রেম হিকের। ২০০৭-এ উরস্টারশায়ারের হয়ে নর্দ্যান্টসের বিরুদ্ধে ৪১ বছর ৩৭ দিন বয়সে শতরান করেছিলেন। ২০১৪-য় পাকিস্তানের ক্রিকেটার জুবেইর আহমেদ ঘরোয়া লিগে কোয়েট্টা বিয়ার্সের হয়ে বুলসের বিরুদ্ধে এই কীর্তি অর্জন করেন। ২০১৭-এ ইংল্যান্ডের পল কলিংউড ৪১ বছর ৬৫ দিন বয়সে ডারহামের হয়ে উরস্টারশায়ারের বিরুদ্ধে শতরান করেছিলেন। আফগানিস্তানের ইমরান জনত ২০১৯ সালে কাবুল ইগলসের হয়ে শতরান করেছিলেন।

সান ফ্রান্সিসকোর বিরুদ্ধে শতরান করার সময় ডুপ্লেসির বয়স ছিল ৪০ বছর ৩৪২ দিন। নিউ ইয়র্কের বিরুদ্ধে শতরানের দিন বয়স ৪০ বছর ৩৫১ দিন। ন’দিনের ব্যবধানে জোড়া শতরান করে বিশ্বরেকর্ড গড়েছেন।

Faf Du Plessis Major League Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy