Advertisement
১২ অক্টোবর ২০২৪
Test Cricket

মহিলাদের টেস্ট ক্রিকেটে আসতে চলেছে বড় বদল, ভাঙছে অচলায়তন! কোহলিদের পাশে হরমনপ্রীতরাও

মহিলাদের টেস্ট পাঁচ দিনের হতে চলেছে। ২০১৭ সাল থেকে মহিলাদের ক্রিকেটে মাত্র ছ’টি টেস্ট হয়েছে। সময়ের অভাবে প্রতিটি ম্যাচই ড্র হয়েছে। কোনও ম্যাচেই বিজয়ী দল পাওয়া যায়নি। যত দিন গিয়েছে, তত পাঁচ দিনের টেস্টের দাবি জোরালো হয়েছে।

কোহলিদের মতো হরমনপ্রীতরাও পাঁচ দিনের টেস্ট খেলবেন।

কোহলিদের মতো হরমনপ্রীতরাও পাঁচ দিনের টেস্ট খেলবেন। গ্রাফিক: শৌভিক দেবনাথ

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২২ ১১:৫৮
Share: Save:

মহিলাদের টেস্ট ক্রিকেটে আসতে চলেছে বড় বদল। এই প্রথম বার মহিলাদের টেস্ট পাঁচ দিনের হতে চলেছে। এত দিন চার দিনের টেস্ট ম্যাচই হতো মহিলাদের ক্রিকেটে। সেই নিয়মে এ বার বদল আসছে। পরের বছর মহিলাদের অ্যাশেজ। সেখানেই টেস্ট ম্যাচটি হবে পাঁচ দিনের। তবে আইসিসি-র তরফে অনুমতি মিলেছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

দীর্ঘ দিন ধরেই পাঁচ দিনের টেস্টের পক্ষে সওয়াল করছিলেন বিভিন্ন মহিলা ক্রিকেটার। ২০১৭ থেকে মহিলাদের ক্রিকেটে মাত্র ছ’টি টেস্ট হয়েছে। সময়ের অভাবে প্রতিটি ম্যাচই ড্র হয়েছে। যত দিন গিয়েছে, তত পাঁচ দিনের টেস্টের দাবি জোরালো হয়েছে। এই প্রেক্ষিতেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়া সিদ্ধান্ত নিয়েছে অচলায়তন ভাঙার।

সম্প্রতি আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে জানিয়েছিলেন, তিনি মেয়েদের ক্রিকেটেও পাঁচ দিনের টেস্টের পক্ষে। তবে মেয়েদের ক্রিকেটে টেস্টের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলে দিয়েছিলেন। মহিলা ক্রিকেটাররা অবশ্য টেস্টের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না। তাঁরা পাঁচ দিনের টেস্ট খেলতে পারবেন, এটা ভেবেই খুশি।

ইংল্যান্ডের অধিনায়ক হিদার নাইট বলেছেন, “আমি খুবই খুশি। অনেক দিন ধরে পাঁচ দিনের টেস্টের পক্ষে সওয়াল করছিলাম। তাই আমার কাছে এটা বিশেষ মুহূর্ত। বড় মাঠে পাঁচ দিনের টেস্ট ক্রিকেট খেলা। এর বেশি মহিলা ক্রিকেটাররা আর কী চায়! যখন আমি ক্রিকেট খেলা শুরু করি, তখন যেটাই পেতাম সেটাই আমার কাছে নতুন ছিল। কোনও টাকা না পেয়েও দেশের হয়ে খেলার সুযোগ পেয়ে গর্বিত হয়েছি। এখন আমার চোখ আর একটু খুলেছে।”

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE