আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করে দিয়েছেন আন্দ্রে রাসেল। কিছু দিন আগেই দেশের হয়ে সব ধরনের ক্রিকেট থেকে সরে গিয়েছেন নিকোলাস পুরানও। এই ঘটনার নেপথ্যে ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ডের ব্যর্থতাকেই দুষছেন ব্রায়ান লারা। তাঁর মতে, দেশের হয়ে ক্রিকেটারেরা যাতে খেলেন তার জন্য কোনও কাজই করছে না বোর্ড।
অস্ট্রেলিয়ার কাছে তৃতীয় টেস্টে ২৭ রানে অলআউট হয়ে যাওয়ার পর লারা-সহ প্রাক্তন ক্রিকেটারদের সাহায্য চেয়েছে বোর্ড। তার আগেই দেশের বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ব্যাটার।
‘স্টিক টু ক্রিকেট’ পডকাস্টে লারা বলেছেন, “আমাদের দেশে এমন অনেক ক্রিকেটার রয়েছে যারা জানে না নিজেদের ক্রিকেটজীবন নিয়ে কী করবে। পুরানের মতো আগ্রাসী ক্রিকেটার ২৯ বছরে অবসর নিয়ে নিল! সত্যি বলতে, কেন অবসর নিয়েছে সেটা পরিষ্কার। বিশ্বজুড়ে পাঁচ-ছ’টা লিগ রয়েছে। সেখানে খেলে ওরা যথেষ্ট টাকা রোজগার করতে পারছে।”
ক্রিকেটারেরা যাতে দেশের প্রতি দায়বদ্ধ থাকেন তার জন্য ওয়েস্ট ইন্ডিজ় বোর্ড কিছুই করছে না বলে অভিযোগ করেছেন লারা। বলেছেন, “আমার মনে হয় না ওয়েস্ট ইন্ডিজ় বোর্ড এমন কোনও কাজ করছে যাতে ক্রিকেটারেরা দেশের হয়ে খেলার অনুপ্রেরণা পায়। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারতের মতো দেশ নিয়মিত সেই দিকে জোর দিচ্ছে। স্বাভাবিক ভাবেই আমাদের ক্রিকেটারেরা রোজগারের জন্য অন্য পথ খুঁজে নিচ্ছে।’’ নিউ জ়িল্যান্ড, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটেও একই অবস্থা জানিয়ে লারা বলে, ‘‘যখন আপনি দেখেন নিউ জ়িল্যান্ডের কেন উইলিয়ামসন বা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারেরাও একই কাজ করছে, তখন বুঝতে হবে প্রত্যেকেই নিজেদের পরিবারের কথা ভাবছে।”
আরও পড়ুন:
উল্লেখ্য, টি-টোয়েন্টি লিগে খেলার জন্য নিউ জ়িল্যান্ডের বার্ষিক চুক্তিতে থাকতে রাজি হননি উইলিয়ামসন। একই কারণে অবসর নিয়েছেন দক্ষিণ আফ্রিকার হাইনরিখ ক্লাসেনও।