ম্যাঞ্চেস্টার টেস্টে গৌতম গম্ভীরের দল নির্বাচন ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর বেশ কিছু সিদ্ধান্তের সমালোচনা হচ্ছে। এই টেস্টেই সিরিজ় হেরে যেতে পারত ভারত। কিন্তু ১৪৩ ওভার ব্যাট করে ম্যাচ বাঁচিয়েছেন ব্যাটারেরা। তার পরে সাংবাদিক বৈঠকে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সব সমালোচনার জবাব দিয়েছেন গম্ভীর। তাঁর কথা বলার ধরনে খুশি নন সঞ্জয় মঞ্জরেকর। তাঁর মতে, অনেক ভুল করেও বেঁচে যাচ্ছেন গম্ভীর। ফলে সাংবাদিক বৈঠকে তাঁর বড় বড় কথা বলা উচিত নয় বলে মনে করেন মঞ্জরেকর।
মঞ্জরেকর বলেছেন, গম্ভীরের দল নির্বাচন বা শুভমন গিলের অধিনায়কত্ব নিয়ে যে প্রশ্ন উঠছে তা স্বাভাবিক। সেই প্রশ্নের জবাব না দিয়ে গলার স্বরে তা দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন গম্ভীর। গম্ভীরকে গলা নামিয়ে কথা বলার পরামর্শ দিয়ে সম্প্রচারকারী চ্যানেলে মঞ্জরেকর বলেন, “স্বাভাবিক ভাবেই অনেক প্রশ্ন উঠছে। বিশেষ করে শুভমনের অধিনায়কত্ব নিয়ে। সত্যি বলতে, এই প্রশ্ন ওঠাই উচিত। ক্রিকেট বিশেষজ্ঞেরা প্রশ্ন তুলেছেন, ওকে অধিনায়ক করার এটাই কি সঠিক সময় ছিল? গম্ভীরকে সব প্রশ্নের জবাব দিতে হবে। তা না করে ও বড় বড় কথা বলছে। ওর বড় বড় কথা বলা উচিতই নয়।”
ম্যাঞ্চেস্টার টেস্ট শেষে অধিনায়ক শুভমনের প্রশংসা করে গম্ভীর বলেছেন, “শুভমনের প্রতিভা নিয়ে কোনও সন্দেহই নেই। যাঁদের সন্দেহ আছে তাঁরা ক্রিকেটের কিছু বোঝে না। ওর উপর অধিনায়কত্বের কোনও বোঝা নেই।” মঞ্জরেকর জানিয়েছেন, যাঁরা প্রশ্ন তুলছেন তাঁরা কেউ ভারতীয় ক্রিকেটের শত্রু নন। এই সহজ বিষয়টা গম্ভীর বুঝতে পারছেন না। মঞ্জরেকর বলেন, “আমি কী ভাবছি বা তোমরা কী ভাবছ, বিষয়টা তা নয়। গম্ভীরকে বুঝতে হবে যে আমরা সকলেই একই দেশের। আমরা সকলেই ভারতীয় ক্রিকেটের ভাল চাই। ওকে বলব, মেজাজ একটু শান্ত করো। কঠিন প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করো। কিন্তু ও সেটা করবে কি না, তা জানি না।”
আরও পড়ুন:
ভারতের দল নির্বচন নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। কেন করুণ নায়ারের বদলে সাই সুদর্শনকে খেলানো হয়েছে? কেন কুলদীপ যাদবকে বাইরে রেখে অংশুল কম্বোজকে প্রথম একাদশে রাখা হয়েছে? সেই সব প্রশ্নের জবাবে গম্ভীর বলেছেন, “আমরা কাউকে বাদ দিইনি। শুধু সেরা একাদশটা বেছেছি। আমাদের মনে হয়েছে ইংল্যান্ডের এই বোলিং আক্রমণের বিরুদ্ধে তিন নম্বরে এক জন বাঁহাতি ব্যাটার দরকার। কম্বোজকে আমরা নিয়েছিলাম, কারণ আমাদের মনে হয়েছিল ইংল্যান্ডের মেঘলা আবহাওয়ায় ও ভাল বল করবে।”
গম্ভীরের এই যুক্তি মানতে পারছেন না মঞ্জরেকর। তাঁর মতে, অনেক ভুল করেছেন ভারতের কোচ। মঞ্জরেকর বলেন, “ওর পরিকল্পনায় অনেক গলদ রয়েছে। নিউ জ়িল্যান্ডের কাছে ঘরের মাঠে চুনকাম, তার পর অস্ট্রেলিয়ার কাছে হারে সেটা প্রমাণ হয়ে গিয়েছে। এই দলটা লড়াই করছে। তাই এত ভুল করেও গম্ভীর বেঁচে যাচ্ছে। ও বলছে করুণকে বাদ দেওয়া হয়নি। সকলে দেখতে পাচ্ছে ও বাদ পড়েছে। এই সব কথার কোনও মানে নেই। ওর উচিত অন্তত ঠিক দলটা নির্বাচন করা।”