Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Virat Kohli

Virat Kohli: কোহলীকে সরানো নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে কাঠগড়ায় তুললেন প্রাক্তন পাক অধিনায়ক

প্রাক্তন পাক অধিনায়কের মতে, কোহলীকে দায়িত্ব থেকে সরানোর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহদের বোর্ডের ভাবা উচিত ছিল দেশের জন্য কী করেছেন কোহলী।

কোহলীকে এক দিনের দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছে বিসিসিআই

কোহলীকে এক দিনের দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছে বিসিসিআই ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২১ ১১:১০
Share: Save:

বিরাট কোহলীকে এক দিনের অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে বিসিসিআই-এর সমালোচনা করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সলমন বাট। তাঁর মতে, কোহলীকে দায়িত্ব থেকে সরানোর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহদের বোর্ডের ভাবা উচিত ছিল দেশের জন্য কী করেছেন কোহলী। শুধু আইসিসি ট্রফি জয় দিয়ে এক জন অধিনায়কের সাফল্য বিচার করা উচিত নয় বলেই মনে করেন তিনি।

ইউটিউবে একটি ভিডিয়ো বার্তায় বাট বলেন, ‘‘বিসিসিআই চায়নি কোহলী টি২০-র অধিনায়কত্ব ছাড়ুক। কিন্তু তার মানে এই নয় সাদা বলের ক্রিকেটে দু’জন অধিনায়ক থাকতে পারবে না। সব থেকে ভাল হত যদি কোহলীকে এক দিনের অধিনায়ক রেখে রোহিত শর্মাকে শুধু টি২০-র দায়িত্ব দেওয়া হত।’’

জানা গিয়েছে, অধিনায়কত্ব ছাড়ার জন্য কোহলীকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। কিন্তু কোহলী কোনও সিদ্ধান্ত না জানানোয় তাঁকে সরিয়ে দেন নির্বাচকরা। এটা ঠিক হয়নি বলে মনে করেন বাট। তিনি বলেন, ‘‘কোহলীকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া থেকেই বোঝা যাচ্ছে বিসিসিআই-এর হাতে কতটা ক্ষমতা রয়েছে। কেউ দেখল না ভারতীয় ক্রিকেটের জন্য কোহলী কী করেছে। ওকে আরও একটু সম্মান দেওয়া উচিত ছিল। বিসিসিআই-এর বোঝা উচিত ছিল কোহলী বিশ্বের সেরা ক্রিকেটারদের এক জন।’’

অবশ্য সাদা বলের ক্রিকেটে দু’জন অধিনায়ক না রাখার যে সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ড নিয়েছে তা এক দিক থেকে ঠিক বলে মনে করেন বাট। কিন্তু যে ভাবে কোহলীকে সরানো হয়েছে সেটি মেনে নিতে পারছেন না তিনি। প্রাক্তন পাক অধিনায়ক বলেন, ‘‘ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট এক দিনের ক্রিকেট খেলে। কিন্তু ইংল্যান্ডের এক দিনের ও টি২০ দলের অধিনায়ক অইন মর্গ্যান। ঠিক তেমনই অস্ট্রেলিয়ার এক দিনের ও টি২০ অধিনায়ক অ্যারন ফিঞ্চ হলেও টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু বিরাটকে আরও সম্মান দিয়ে অধিনায়কত্ব থেকে সরানো যেত। এখানেই ভুল করেছে বিসিসিআই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE