কিছু দিন আগেই আইপিএলের প্রশংসা করেছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। তার পরেই আইপিএলের প্রবল সমালোচনা করলেন পাকিস্তানেরই আর এক প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ। ঘুরিয়ে বলে দিলেন, আইপিএলের জন্যেই ক্রিকেটের সর্বনাশ হয়ে গিয়েছে। আইপিএল ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে বলে দাবি করেছেন তিনি।
সম্প্রতি বিরাট দামে আইপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রি হয়েছে। তার পর থেকেই এই প্রতিযোগিতা নিয়ে কথা বলার হিড়িক পড়ে গিয়েছে। সেই প্রসঙ্গেই লতিফ বলেছেন, “আইপিএল গোটাটাই ব্যবসা। ক্রিকেটের সঙ্গে কোনও সম্পর্কই নেই। এটা মোটেই ভাল হচ্ছে না। টাকা ছড়াতে চাইলে সেই টাকা নেওয়ার অনেক লোক আছে। ক্রিকেটের গুণমান কোথায় নামছে সেটার কথা কেউ ভাবছে না। সবাই ব্যবসার চিন্তা করছে।”