রবি শাস্ত্রী। —ফাইল চিত্র।
গত বারের ফাইনালে ভারতীয় দলের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। সেই রবি শাস্ত্রী মনে করছেন এ বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামার সঙ্গে গত বারের পরিস্থিতি আলাদা ছিল। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ২০২১ সালের ফাইনালে হারতে হয়েছিল ভারতকে। যা এখনও তাঁকে কষ্ট দেয় বলে জানালেন শাস্ত্রী।
পর পর দু’বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলছে ভারত। ৭ জুন ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবেন রোহিত শর্মারা। গত বার ভারতীয় দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। সেই ম্যাচ হেরে গিয়েছিল ভারত। শাস্ত্রী বলেন, “না জিতলে কষ্ট তো হবেই। শুধু তো ম্যাচ সংখ্যা বাড়ানোর জন্য কেউ খেলতে নামে না। কিন্তু সে বারের ফাইনালের সঙ্গে এ বারের ম্যাচের পরিস্থিতির আকাশ-পাতাল তফাত রয়েছে। কঠিন সময় ছিল সেটা। করোনা ছিল সেই সময়। জৈবদুর্গের মধ্যে থাকতে হয়েছিল। প্রস্তুতি নেওয়া সহজ ছিল না ক্রিকেটারদের জন্য। ১৪ দিন জৈবদুর্গের মধ্যে থাকার পর অনুশীলন করার সুযোগ পাওয়া যেত। এখন সেই পরিস্থিতি নেই। দুই দলই অনুশীলন করতে পারবে। খুব ভাল একটা ম্যাচ হবে বলেই আমার মনে হয়।”
আইপিএলের পর পরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। শাস্ত্রী বলেন, “ম্যাচ ফিটনেস একটা বড় ফারাক গড়ে দিতে পারে। কত ওভার বল করছে এক জন বোলার বা ছ’ঘণ্টা ধরে ব্যাট করা শুধু নয়। নেটে খেলার থেকে অনেকটাই আলাদা সেটা। খাতায় কলমে অস্ট্রেলিয়ার পাল্লা ভারী। কিন্তু ওরা কতটা ম্যাচ ফিট সেটা নিয়ে সন্দেহ রয়েছে।” ভারতীয় ক্রিকেটারেরা আইপিএল খেলছিলেন। ম্যাচ খেলার মধ্যে রয়েছেন তাঁরা। অস্ট্রেলিয়ার বেশির ভাগ ক্রিকেটারই আইপিএল খেলেননি। ইংল্যান্ডেও কোনও অনুশীলন ম্যাচ খেলেনি দুই দল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy