Advertisement
০৬ মে ২০২৪
India Vs West Indies

৪ মাইলফলক: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি২০ সিরিজ় হেরে তৈরি করল ভারত

ক্যারিবিয়ান সফরে টেস্ট এবং এক দিনের সিরিজ় জিতলেও টি-টোয়েন্টিতে পারলেন না হার্দিক পাণ্ড্যেরা। পাঁচ ম্যাচের সিরিজ় ২-৩ ব্যবধানে হেরে গেল ভারত। সেই ম্যাচে তৈরি হল চার মাইলফলক।

Hardik Pandya

হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৩ ১০:৩৬
Share: Save:

আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতে পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে সেই দুই দেশে খেলতে গিয়ে সিরিজ় হারল ভারত। ক্যারিবিয়ান সফরে টেস্ট এবং এক দিনের সিরিজ় জিতলেও টি-টোয়েন্টিতে পারলেন না হার্দিক পাণ্ড্যেরা। পাঁচ ম্যাচের সিরিজ় ২-৩ ব্যবধানে হেরে গেল ভারত। রবিবার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৮ উইকেটে হারতেই সিরিজ় খোয়ালেন হার্দিকেরা।

প্রথম সিরিজ় হার

হার্দিকের নেতৃত্বে এই প্রথম বার দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ় হারল ভারত। এর আগে তাঁর নেতৃত্বে আয়ারল্যান্ড, নিউ জ়িল্যান্ড এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ় জিতেছিল তারা। কিন্তু রবিবার পারলেন না হার্দিকেরা। প্রথম দু’টি ম্যাচে হেরে চাপে পড়ে গিয়েছিল দল। পরের দু’টি ম্যাচ জেতায় সিরিজ়ে সমতা ফিরে এসেছিল। কিন্তু রবিবার শেষ ম্যাচটি জিততে পারল না ভারত।

প্রথম সিরিজ় জয়

ওয়েস্ট ইন্ডিজ় এই প্রথম বার ভারতকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে হারিয়ে দিল। ২০০৯ সালে প্রথম বার এই দুই দল টি-টোয়েন্টি সিরিজ় খেলেছিল। ১৪ বছরে এক বারও ভারতকে পাঁচ ম্যাচের সিরিজ়ে হারাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ়। রবিবার সেই কাজটাই করে ফেললেন নিকোলাস পুরানেরা। ২০১৭ সালের পর ভারতকে এই প্রথম বার টি-টোয়েন্টি সিরিজ়ে হারাল ওয়েস্ট ইন্ডিজ়।

তিনটি ম্যাচে হার

এই প্রথম ভারত একটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ়ে তিনটি ম্যাচ হেরে গেল। আগে কখনও ভারত একটি টি-টোয়েন্টি সিরিজ়ে তিনটি ম্যাচ হারেনি। সেই অসম্ভব কাজটাই করে দেখালেন পুরানেরা। ভারতকে সিরিজ়ের প্রথম দু’টি ম্যাচে হারিয়ে দিয়েছিলেন তাঁরা। রবিবার জিতে পাঁচ ম্যাচের সিরিজ় জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ়।

পাঁচ ম্যাচের সিরিজ়ে হার

ভারত প্রথম বার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে হেরে গেল। এর আগে কোনও দেশ ভারতকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় হারাতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজ় ভারতকে হারিয়ে দিল পাঁচ ম্যাচের সিরিজ়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE