Advertisement
০৩ মে ২০২৪
Rohit Sharma

দ্রাবিড়, কোহলির কী দশা হয়েছিল মনে আছে তো? রোহিতকে স্মরণ করিয়ে দিলেন গম্ভীর

এশিয়া কাপ ফাইনালে ভারতের পারফরম্যান্সে খুশি গম্ভীর। তাঁর মতে, বিশ্বকাপের মতো প্রতিযোগিতার আগে এই জয় ইতিবাচক। যদিও একটি ব্যাপারে রোহিতকে সতর্ক করে দিয়েছেন তিনি।

picture of Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২৪
Share: Save:

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বের প্রশংসা করেছেন ক্রিকেট বিশেষজ্ঞেরা। তবু বিশ্বকাপের আগে রোহিতকে সতর্ক করে দিলেন গৌতম গম্ভীর। ২০১১ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য বিরাট কোহলি এবং রাহুল দ্রাবিড়ের উদাহরণ দিয়েছেন।

গম্ভীরের মতে, অধিনায়ক রোহিতের আসল পরীক্ষা এখনও বাকি। সেই পরীক্ষার আগে রোহিত দিন ১৫ মতো সময় পাবেন প্রস্তুতির জন্য। পরীক্ষার ফল ভাল না হলে তাঁর পরিণতি হতে পারে ভারতীয় দলের কোচ দ্রাবিড় এবং প্রাক্তন অধিনায়ক কোহলির মতো। এশিয়া কাপ জয়ী অধিনায়ককে সতর্ক করে দিয়ে গম্ভীর বলেছেন, ‘‘রোহিতের নেতৃত্বের দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন নেই। পাঁচ বার আইপিএল জিতেছে অধিনায়ক হিসাবে। তবে অধিনায়ক হিসাবে ওর আসল পরীক্ষা শুরু হবে কয়েক দিন পর। বিশ্বকাপে ভাল ফল না হলে প্রশ্ন উঠবে। সমালোচনার মুখে পড়তে হবে। কোহলিকে এমন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। ২০০৭ সালে দ্রাবিড়কেও তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল। আসন্ন বিশ্বকাপে ভারতীয় দল ভাল কিছু করতে না পারলে রোহিতের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠবে। কারণ রোহিতের দলের বিশ্বকাপ ফাইনাল খেলার মতো শক্তি রয়েছে।’’ তাঁর মতে, বিশ্বকাপে ভাল ফল না হলে আবহ বদলাতে সময় লাগবে না।

এশিয়া কাপ ফাইনালে ভারতীয় দলের দাপুটে জয় রোহিতদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে বলে মনে করেন গম্ভীর। তাঁর মতে, বিশ্বকাপের আগে এই ধরনের জয় ইতিবাচক। এই জয়ের উপর ভিত্তি করে পরিকল্পনা করা ঠিক হবে না। বিশ্বকাপে অনেক কঠিন লড়াইয়ের জন্য ভারতীয় দলকে প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন গম্ভীর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE