লড়াই ফার্স্ট বয় বনাম লাস্ট বয়ের। আইপিএলে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমেছে গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের জেতা-হারার উপর কিছু নির্ভর করছে না। শেষেই থাকবে তারা। কিন্তু গুজরাত এই ম্যাচ জিতলে প্রথম দুই দলের মধ্যে নিজেদের জায়গা পাকা করে নেবে। সেই ম্যাচের মাঝেই দুই অধিনায়ক শুভমন গিল ও মহেন্দ্র সিংহ ধোনির মাথায় ভিন্ন ভাবনা।
২৪ ঘণ্টা আগেই ভারতের নতুন টেস্ট অধিনায়ক হিসাবে শুভমনের নাম ঘোষণা করেছেন ভারতের নির্বাচক প্রধান অজিত আগরকর। টসের পর নতুন অধিনায়ক শুভমনকে শুভেচ্ছা জানান রবি শাস্ত্রী। তিনি জানতে চান, শুভমনের কী মনে হচ্ছে? জবাবে গুজরাতের অধিনায়ক বলেন, “নতুন দায়িত্ব পেয়ে খুব উত্তেজিত। সামনেই একটা কঠিন সিরিজ়। আশা করি ইংল্যান্ডের বিরুদ্ধে একটা উত্তেজক সিরিজ় হবে।” কয়েক দিন আগেই জানা গিয়েছিল, আইপিএলের মাঝেই ইংল্যান্ড সিরিজ়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন শুভমন। লাল বলে অনুশীলনও করছেন তিনি। তাঁর মাথায় যে ইংল্যান্ড সফর ঘুরছে তা শুভমনের কথা থেকেই স্পষ্ট।
বিপক্ষ শিবিরে সম্পূর্ণ আলাদা ছবি। ৪৩ বছরের ধোনি কি এ বারই শেষ আইপিএল খেলছেন? তেমনটা হলে এটাই তাঁর শেষ ম্যাচ। ধোনি অবশ্য এখনও কিছু স্পষ্ট করেননি। কিন্তু তাঁর শরীর যে তাঁকে সমস্যায় ফেলছে তা জানিয়ে দিয়েছেন তিনি। টসের পর ধোনি বলেন, “শরীর এখনও চলছে। প্রতি বছর আমার সামনে নতুন চ্যালেঞ্জ। শরীরকে ঠিক রাখতে অনেক পরিশ্রম করতে হয়। তার জন্য সাপোর্ট স্টাফদের বড় ধন্যবাদ প্রাপ্য। আন্তর্জাতিক ক্রিকেট খেলার সময় শরীর নিয়ে এ রকম সমস্যায় পড়তে হয়নি।”
আরও পড়ুন:
২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিয়েছেন ধোনি। তার পর থেকে শুধু আইপিএল খেলেন তিনি। প্রতি বার দু’মাসের এই প্রতিযোগিতার প্রস্তুতি আরও দু’মাস আগে থেকে শুরু করেন ধোনি। এ বারের আইপিএলের আগে হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে তাঁর। মাঠে বেশি দৌড়ালে যে তাঁর সমস্যা হচ্ছে তা বোঝা যাচ্ছে। সেই জন্য ব্যাটিং অর্ডারে যতটা সম্ভব নীচে নামছেন ধোনি। যত কম বলা খেলা যায় সেই চেষ্টা করছেন তিনি।
এই শরীর নিয়ে ধোনি কত দিন টানতে পারেন সেই প্রশ্ন উঠছে। গত বারই অনেকে ভেবেছিলেন, ধোনি অবসর নেবেন। কিন্তু তিনি নেননি। আরও এক বছর খেলছেন। যত বার তাঁকে অবসর নিয়ে প্রশ্ন করা হয়েছে তত বার তিনি সময়ের কথা বলেছেন। তবে তাঁর শরীর যে তাঁকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে তা স্বীকার করে নিয়েছেন ধোনি।