কোভিড আক্রান্ত হরভজন সিংহ। তাঁর স্ত্রী গীতা বাসরারও করোনা হয়েছে। ভারতের এই প্রাক্তন ক্রিকেটার এবং তাঁর অভিনেত্রী স্ত্রী দু’ জনেই এ খবর জানিয়েছেন। আপাতত বাড়িতে নিভৃতবাসে রয়েছেন ভাজ্জি।
শুক্রবার বেলা ১২টায় হরজন টুইট করে লেখেন, ‘আমার কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে। হাল্কা উপসর্গ আছে। আমি বাড়িতে নিজেকে নিভৃতবাসে রেখেছি। যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি, সাবধানতা অবলম্বন করছি। এর মধ্যে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের সবাইকে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব পরীক্ষা করিয়ে নিন। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।’