পুরনো কথা মনে রাখেননি কেউই। ২০০৮ সালের সেই ‘মাঙ্কিগেট’ বিতর্ক অতীত। পরবর্তী সময়ে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এক সঙ্গে খেলেছেন তাঁরা। অ্যান্ড্রু সাইমন্ডসের প্রয়াণে টুইট করে শোকবার্তা জানালেন হরভজন সিংহ।
টুইট করে ভারতের প্রাক্তন স্পিনার লেখেন, ‘অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুতে আমি হতস্তম্ভ। খুব তাড়াতাড়ি চলে গেলে। ওর পরিবার এবং বন্ধুদের সমবেদনা জানাই। আত্মার শান্তি কামনা করি।’
১৪ বছর আগে যদিও এতটা সহজ ছিল না দুই ক্রিকেটারের সম্পর্ক। বরাবরই আগ্রাসী ক্রিকেটার হিসেবে পরিচিত সাইমন্ডস। পঞ্জাবতনয় হরভজনও ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। ২০০৮ সালে একটি টেস্ট ম্যাচে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তাঁরা।