ইডেনে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে শতরান অঙ্কিত কুমারের। হরিয়ানার অধিনায়ক রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে প্রায় একাই টানলেন দলকে। শনিবার ব্যাট হাতে সূর্যকুমার যাদব, অজিঙ্ক রাহানেরা ব্যর্থ হয়েছিলেন। মুম্বইয়ের হয়ে ব্যাট হাতে রান করেন শামস মুলানি এবং তনুশ কোটিয়ান। কিন্তু তাঁরা অল্পের জন্য শতরান করতে পারেননি। মুম্বইয়ের ৩১৫ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে হরিয়ানা ৫ উইকেট হারিয়ে ২৬৩ রান তুলেছে।
মুম্বইয়ের তনুশ এবং মুলানি প্রথমে ব্যাট হাতে দলকে ভরসা দেওয়ার পর বল হাতেও উইকেট নেন। তাঁরা দু’জনেই দু’টি করে উইকেট নেন। হরিয়ানাকে বিপদে ফেলেন তাঁরা। কিন্তু অঙ্কিত ১৩৬ রানের ইনিংস খেলেন। হরিয়ানার অধিনায়ক তাঁর ২০৬ বলের ইনিংসে ২১টি চার মারেন। তাঁকে আউট করেন মুলানি। মুম্বইয়ের রান টপকাতে হরিয়ানার এখনও ৫২ রান প্রয়োজন। সোমবার সেই লক্ষ্যেই খেলতে নামবে হরিয়ানা। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবিধা নিতে চাইবে তারা।
কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচে ভাল জায়গায় জম্মু-কাশ্মীর। প্রথম ইনিংসে তারা ২৮০ রান তোলে। কেরল ৯ উইকেট হারিয়ে ২০০ রান তুলেছে। সোমবার শুরুতেই একটি উইকেট তুলে প্রথম ইনিংসে এগিয়ে থাকতে চাইবে জম্মু-কাশ্মীর। তাদের হয়ে আকিব নবি ১৯ ওভারে ৩৬ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। কেরলের হয়ে জলজ সাক্সেনা ৬৭ রান করেন। সলমন নিজর ৪৯ রানে অপরাজিত।
আরও পড়ুন:
অন্য ম্যাচে, বিদর্ভের বিরুদ্ধে ১৯৪ রানে পিছিয়ে তামিলনাড়ু। প্রথম ইনিংসে বিদর্ভ ৩৫৩ রান তোলে। শতরান করেছিলেন করুণ নায়ার। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান করেছে তামিলনাড়ু। মাত্র ৭ রান করেন সাই সুদর্শন। বিজয় শঙ্কর করেন ২২ রান। বিদর্ভের হয়ে ৪ উইকেট আদিত্য ঠাকরের।
কোয়ার্টার ফাইনালে সৌরাষ্ট্রকে চাপে ফেলে দিয়েছে গুজরাত। ২১৬ রান করে সৌরাষ্ট্র। জবাবে গুজরাত ৪ উইকেট হারিয়ে ২৬০ রান তোলে। মনন হিংরাজিয়া ৮৩ রান করেন। ৮৮ রানে অপরাজিত জয়মিত পটেল। প্রথম ইনিংসে লিড নিয়েছে গুজরাত।