শনিবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে দক্ষিণ আফ্রিকা। ফাইনালে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়েছে তারা। ১৯৯৮ সালে আইসিসি নকআউট ট্রফি জেতার ২৭ বছর পর আবার আইসিসি ট্রফি জিতেছে তারা। টেস্ট বিশ্বকাপ জেতার ফলে মোটা অর্থ ঢুকছে দক্ষিণ আফ্রিকার ঘরে। ভারতও পাচ্ছে বেশ কিছুটা অর্থ।
ফাইনালের আগেই আইসিসি জানিয়েছিল, এ বারের প্রতিযোগিতায় সবচেয়ে বেশি অর্থ দেওয়া হবে দেশগুলিকে। সেই অনুযায়ী, টেস্ট বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দেশই কিছু না কিছু অর্থ পাচ্ছে। যারা যত উপরে শেষ করেছে, তারা তত বেশি অর্থ পাবে।
চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা পাবে ৩৬ লক্ষ ডলার বা ৩০.৭৮ কোটি টাকা। এই অর্থ সে দেশের ক্রিকেট পরিকাঠামোর উন্নয়নে অনেকটাই কাজে লাগবে। রানার্স অস্ট্রেলিয়া পাবে ২১.৬ লক্ষ ডলার বা ১৮.৫৬ কোটি টাকা।
আরও পড়ুন:
-
এক শতরানে জবাব সব বঞ্চনার, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন মার্করাম
-
‘যারা সন্দেহ করেছিল, এই জয় তাদের জবাব’, টেস্ট বিশ্বকাপ জিতে শ্যাম্পেনে স্নান প্রোটিয়া অধিনায়ক বাভুমার
-
২৭ বছর পর ঘুচল ‘চোকার্স’ তকমা, শাপমুক্তি দক্ষিণ আফ্রিকার, অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট বিশ্বকাপে চ্যাম্পিয়ন বাভুমারা
টেস্ট বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করেছে ভারত। তারা পাবে ১৪.৪ লক্ষ ডলার বা ১২.১৩ কোটি টাকা। চতুর্থ স্থানে থাকা নিউ জ়িল্যান্ড পাবে ১২ লক্ষ ডলার বা ১০.২৬ কোটি টাকা। পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ডের তহবিলে ঢুকবে ৯.৬ লক্ষ ডলার বা ৮.২০ কোটি টাকা।
শ্রীলঙ্কা শেষ করেছে ষষ্ঠ স্থানে। তারা পাবে ৮.৪ লক্ষ ডলার বা ৭.১৮ কোটি টাকা। সপ্তম স্থানে থাকা বাংলাদেশ এবং অষ্টম স্থানে ওয়েস্ট ইন্ডিজ় পাবে যথাক্রমে ৬.১৫ কোটি এবং ৫.১৩ কোটি টাকা। সবার নীচে, নবম স্থানে শেষ করেছে পাকিস্তান। তারা পাবে ৪.১০ কোটি টাকা।