Advertisement
০৪ মে ২০২৪
Harmanpreet Kaur

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ভারত অধিনায়ক হরমনপ্রীতের মুখে শুধু দুর্ভাগ্য ও খারাপ ফিল্ডিং

সেমিফাইনালে জয়ের কাছে গিয়েও হারতে হয়েছে ভারতকে। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে তারা। হেরে কী বলছেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর?

Picture of Harmanpreet Kaur\'s run out

এ ভাবেই ক্রিজে ব্যাট আটকে আউট হয়ে যান হরমনপ্রীত কৌর। তিনি আউট হতেই ম্যাচ হারে ভারত। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৫৯
Share: Save:

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারত। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছেন হরমনপ্রীত কৌররা। কিন্তু এই হারের দায় কি শুধু ভারতীয় ক্রিকেটারদের? নাকি ভাগ্যের সমান দায় রয়েছে? অন্তত তেমনটাই মনে করেন ভারত অধিনায়ক। তবে সেই সঙ্গে খারাপ ফিল্ডিংকেও দায়ী করেছেন তিনি।

একটা সময় ভারত ভাল জায়গায় ছিল। দেখে মনে হচ্ছিল, হরমনপ্রীতের ব্যাটে জিতে যাবে দল। তখনই ৫২ রানের মাথায় রান আউট হন হরমন। তাঁর ব্যাট ক্রিজে আটকে যাওয়ায় সময়ে পৌঁছতে পারেননি তিনি। আউট হওয়ার পরে সাজঘরে ফেরার পথে রাগে নিজের ব্যাট ছুড়ে ফেলেন ভারত অধিনায়ক। ম্যাচ শেষেও তাঁর গলায় সেই হতাশা।

ম্যাচ শেষে ভারত অধিনায়ক বলেন, ‘‘এর থেকে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে? আমি আর জেমাইমা মিলে দলকে জয়ের কাছে নিয়ে যাচ্ছিলাম। তার পরে এটা হবে ভাবতে পারিনি। এর থেকে দুর্ভাগ্যজনক ভাবে আউট হওয়া যায় না।’’

দলের ফিল্ডিংয়ে খুশি হতে পারেননি হরমনপ্রীত। সেমিফাইনালে দু’টি ক্যাচ ফস্কেছে ভারত। তার খেসারত দিতে হয়েছে। সেটা ভাল করে জানেন অধিনায়ক। তিনি বলেছেন, ‘‘আমরা খারাপ ফিল্ডিং করেছি। ক্যাচ ছেড়েছি। তার সুবিধা নিয়েছে অস্ট্রেলিয়া। এত গুরুত্বপূর্ণ ম্যাচে এই ধরনের ভুল করা উচিত নয়।’’

১৭২ রান তাড়া করতে নেমে যে ভাবে তাঁরা লড়াই করেছেন তার প্রশংসাও শোনা গিয়েছে হরমনপ্রীতের মুখে। তিনি বলেছেন, ‘‘আমরা পাওয়ার প্লে-তে উইকেট হারিয়েছিলাম। কিন্তু লড়াই ছাড়িনি। দলের ব্যাটারদের উপর আমি গর্বিত। নিজেদের সেরাটা দিতে পারিনি। তার পরেও সেমিফাইনালে উঠেছি। কিন্তু শেষ পর্যন্ত পারলাম না। এটাই আক্ষেপ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE