আইপিএল প্রায় শেষের দিকে। এর মধ্যেই ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে ভারত-ইংল্যান্ড সিরিজ় নিয়ে। ২০ জুন থেকে শুরু পাঁচ টেস্টের সিরিজ়। তার আগে ভারত ‘এ’ দলের ম্যাচ রয়েছে। সেই দল ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবে ২৫ মে, অর্থাৎ যে দিন আইপিএলের ফাইনাল।
ভারতীয় বোর্ড ইতিমধ্যেই যাওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছে। ভারত ‘এ’ দল এখনও নির্বাচিত হয়নি। তবে কাদের নেওয়া হবে, তার একটা তালিকা মোটামুটি তৈরি করে ফেলেছেন কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক প্রধান অজিত আগরকর।
আপাতত যা পরিকল্পনা, তাতে গোটা দল একসঙ্গে যাবে না। নির্বাচিত ক্রিকেটারদের মধ্যে যাঁদের দল আইপিএলের নকআউটে উঠবে না, তাঁরা ২৫ মে রওনা দেবেন। বাকিরা আইপিএল শেষ হওয়ার পর একসঙ্গে রওনা দেবেন। ইতিমধ্যেই বেশ কিছু ক্রিকেটারের পাসপোর্ট এবং দরকারি নথিপত্র নেওয়া হয়েছে।
ইংল্যান্ডে গিয়ে ভারত ‘এ’ দল তিনটি চার দিনের বেসরকারি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড লায়ন্স দলের সঙ্গে। এর পর পাঁচ টেস্টের সিরিজ় শুরু হবে। মূল দল জুনের প্রথম সপ্তাহে ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিতে পারে।
টেস্ট দলে থাকা কিছু ক্রিকেটার দ্বিতীয় বেসরকারি ম্যাচে খেলতে পারেন। মূল দলে থাকা কিছু ক্রিকেটারই এই ইচ্ছা প্রকাশ করেছেন। তবে তাঁদের আইপিএল দল কত দূর যাচ্ছে এবং চিকিৎসক দল ছাড়পত্র দেবে কি না, তার পর সব নির্ভর করছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, অস্ট্রেলিয়া সফরে ধ্রুব জুরেল এবং কেএল রাহুল আগে ভাগে গিয়ে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্টে খেলেছিলেন। একই জিনিস দেখা যেতে পারে ইংল্যান্ডেও।
ভারতের পুরুষ দল এবং ‘এ’ দল ছাড়াও, অনূর্ধ্ব-১৯ এবং মহিলা দলও একই সময়ে ইংল্যান্ডে থাকবে। অনূর্ধ্ব-১৯ দল পাঁচটি এক দিনের ম্যাচ এবং দু’টি টেস্ট খেলবে। মহিলা দল পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি এক দিনের ম্যাচ খেলবে।