জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শেষ করল ভারত। অধিনায়ক হিসাবে শেষ ম্যাচে জয় পেলেন বিরাট কোহলী। দুর্বল নামিবিয়ার বিরুদ্ধে দাপট দেখিয়ে জিতল ভারত। জয়ের হ্যাটট্রিকের পরেও অবশ্য শেষ চারে যাওয়া হল না কোহলীদের।
রবিবার নিউজিল্যান্ড জিততেই নিশ্চিত হয়ে যায়, চলতি টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়া হচ্ছে না কোহলীদের। যদিও টসের সময় ভারত অধিনায়ক জানান, মাথা উঁচু করেই শেষ করতে চান। টসে জিতে বল নেয় ভারত। নামিবিয়ার ওপেনিং জুটি শুরুটা ভাল করলেও বাকি ব্যাটাররা সেটা পারেননি। ভারতের স্পিন জুটি রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজার দাপটে মাঝের ওভারে পর পর উইকেট পড়তে থাকে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৩২ রান করে নামিবিয়া। অশ্বিন ও জাডেজা ৩টি করে উইকেট নেন।