Advertisement
০৫ মে ২০২৪
ICC ODI World Cup 2023

তিন থেকে এক লাফে পয়েন্ট তালিকার শীর্ষে ভারত, পাকিস্তানকে উড়িয়ে কতটা এগিয়ে রোহিতেরা?

প্রথমে ব্যাট করে ১৯১ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। জবাবে প্রায় ২০ ওভার বাকি থাকতে ম্যাচ জিতে যায় ভারত। এই জয়ের ফলে নেট রানরেট অনেকটা বাড়ল ভারতের।

Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৩ ২০:৩৯
Share: Save:

আমদাবাদে পাকিস্তানকে ৭ উইকেটে হারাল ভারত। প্রথমে ব্যাট করে ১৯১ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। জবাবে প্রায় ২০ ওভার বাকি থাকতে ম্যাচ জিতে যায় ভারত। এই জয়ের ফলে নেট রানরেট অনেকটা বাড়ল ভারতের। শীর্ষে থাকা নিউ জ়িল্যান্ডকে টপকে শীর্ষে পৌঁছে গেলেন রোহিত শর্মারা।

পাকিস্তানকে হারানোর পরে ৩ ম্যাচে ৩টি জিতে ৬ পয়েন্ট ভারতের। রোহিতদের নেট রানরেট ১.৮২১। দ্বিতীয় স্থানে রয়েছে নিউ জিল্যান্ড। ৩ ম্যাচ খেলে তাদেরও পয়েন্ট ৬। কেন উইলিয়ামসনদের নেট রানরেট ১.৬০৪। তিন নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ২ ম্যাচে তাদের পয়েন্ট ৪। নেট রানরেট সব থেকে ভাল (২.৩৬০) তাদের। ভারতের কাছে হারলেও চার নম্বরে রয়েছে পাকিস্তান। বাবর আজ়মদের পয়েন্ট ৩ ম্যাচে ৪। তাদের নেট রানরেট -০.১৩৭।

বিশ্বকাপের পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে রয়েছে গত বারের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড। ২ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ২। নেট রানরেট ০.৫৫৩। বাংলাদেশ রয়েছে ছ’নম্বরে। ৩ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ২। শাকিব আল হাসানদের নেট রানরেট -০.৬৯৯। সাত ও আট নম্বরে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। দু’দলই দু’টি করে ম্যাচ খেলে দু’টিই হেরেছে। ফলে তাদের পয়েন্ট শূন্য। শ্রীলঙ্কার নেট রানরেট -১.১৬১। নেদারল্যান্ডসের -১.৮০০।

নিজেদের প্রথম দুই ম্যাচ হেরেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দু’ম্যাচে তাদের পয়েন্ট শূন্য। অস্ট্রেলিয়ার নেট রানরেট -১.৮৪৬। পয়েন্ট তালিকার একেবারে শেষে আফগানিস্তান। দু’ম্যাচে তাদের পয়েন্ট শূন্য। আফগানিস্তানের নেট রানরেট -১.৯০৭।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE