ভয়ডরহীন ক্রিকেট খেলতে পছন্দ করেন যশস্বী জয়সওয়াল। টেস্টে ওপেন করতে নেমেও আগ্রাসী মেজাজে ব্যাট করেন। দ্রুত আউট হয়ে গেলেও পরোয়া করেন না। অনেক সময় সমালোচিত হতে হয়। সে জন্য নিজের খেলার ধরন বদলানোর কথা ভাবেন না তরুণ ব্যাটার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে যশস্বীকে প্রশ্ন করা হয়, ‘‘কোন বোলারকে আপনার কঠিনতম মনে হয়?’’ ব্যাটিংয়ের মতোই আগ্রাসী মেজাজে যশস্বী বলেছেন, ‘‘সত্যি বলতে, কঠিন বা ভাল বোলার কেউ আছে বলে আমার মনে হয় না। এ সব নিয়ে কখনও ভাবি না। ব্যাট করার সময় শুধু ভাবি পরের বলটা কী ভাবে মারব। নিজের ব্যাটিং নিয়ে ভাবি।’’ রাজ শামানির পডকাস্টে যশস্বী আরও বলেছেন, ‘‘কে কত কঠিন বোলার এ সব নিয়ে কখনও ভাবি না। কী ভাবে পরের বল খেলব শুধু এই ভাবনাই থাকে ব্যাট করার সময়। যেই বল করুক, তা নিয়ে আমার কোনও মাথাব্যথা থাকে না।’’
আরও পড়ুন:
বোলারদের নিয়ে না ভেবে নিজের ব্যাটিংয়ে মন দেওয়াই তাঁর সাফল্যের অন্যতম কারণ বলে জানিয়েছেন যশস্বী। বোলার নয়, বল বুঝে খেলেন। পিচের আচরণ মাথায় রাখার চেষ্টা করেন। মারার মতো বল পেলে মাঠের বাইরে পাঠানোর চেষ্টা করেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের পর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি যশস্বী। এশিয়া কাপের দলে জায়গা পাননি তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে আবার দেশের হয়ে খেলবেন তরুণ ব্যাটার।