ডিউক বল নিয়ে বিতর্ক থামছেই না। এজবাস্টনের পর লর্ডস টেস্টেও ভারতীয় দল প্রতিবাদ জানাল। বল পাল্টানোর জন্য ম্যাচ বেশ কিছু ক্ষণ বন্ধ থাকল। বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে আঙুল তুলে কথা বলেন শুভমন গিল।
বেশ কিছু ক্ষণ তর্ক করার পর বল তুলে দেন সতীর্থের হাতে। প্রতিবাদ করেন মহম্মদ সিরাজও। এজবাস্টনে সতর্ক করা হয়েছিল ঋষভ পন্থকে। এখন শুভমন শাস্তি পান কি না সেটাই দেখার।
৯১তম ওভারে ঘটনাটি ঘটে। চতুর্থ বলের পরেই শুভমন বল নিয়ে আম্পায়ারের কাছে গিয়ে প্রতিবাদ জানান। আম্পায়ারও দেখেন বল আকারে বড় হয়ে গিয়েছে। বল পরীক্ষা করার ‘রিং’-এর মধ্যে ঢুকছে না।
বল পরিবর্তন করার জন্য চতুর্থ আম্পায়ারকে ডাকা হয়। মাঠের আম্পায়ারেরা যে বল বেছে দেন, সেটি দেখে মোটেই ১০ ওভার পুরনো বল মনে হচ্ছিল না। আরও পুরনো লাগছিল।
সিরাজ সেই বল হাতে নিয়ে এসে শরফুদ্দৌলাকে বলেন, “এটা ১০ ওভার পুরনো বল মনে হচ্ছে? সত্যি সত্যি?” শরফুদ্দৌলা অনুরোধ করেন তাড়াতাড়ি বল করতে যাওয়ার জন্য। সিরাজ রান-আপ শুরু করতে যাবেন এমন সময় আকাশদীপ এগিয়ে এসে আবার বলের পালিশ দেখান।
আরও পড়ুন:
সিরাজ ফের আম্পায়ারের কাছে গিয়ে বল বদলানোর আবেদন করেন। তবে সেই বল আর বদলানো হয়নি। অনিচ্ছা সত্ত্বেও এখন ভারতকে সেই বলে খেলতে হচ্ছে।
উল্লেখ্য, এজবাস্টন টেস্টের পর শুভমন বলেছিলেন, “বোলারদের জন্য কাজটা খুবই কঠিন হয়ে যাচ্ছে। পিচের থেকেও দ্রুত বল ক্ষয়ে যাচ্ছে। নরম হয়ে যাচ্ছে। জানি না কী কারণে এ রকম হচ্ছে। এই বলে উইকেট পাওয়া খুবই কঠিন হয়ে যাচ্ছে।”