Advertisement
০৪ মে ২০২৪
India vs Australia

নাগপুরে গোহারা হেরে আর এক স্পিনারকে উড়িয়ে আনছে অস্ট্রেলিয়া, কামিন্সদের রক্ষাকর্তা কে?

বর্ডার-গাওস্কর টেস্ট সিরিজ়ের জন্য আরও স্পিনারকে উড়িয়ে আনছে অস্ট্রেলিয়া। দেশের হয়ে সাদা বলের ক্রিকেটে অভিষেক হলেও টেস্ট খেলেননি। সেই বাঁহাতি স্পিনারের উপরই ভরসা রাখছেন কামিন্সরা।

picture of Pat Cummins

নাগপুরের হারের পরই তরুণ বাঁহাতি স্পিনারকে উড়িয়ে আনছেন কামিন্সরা। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০০
Share: Save:

নাগপুর টেস্টে হেরে আর এক স্পিনারকে ভারতে উড়িয়ে আনছেন প্যাট কামিন্সরা। কুইন্সল্যান্ডের বাঁহাতি স্পিনার ম্যাট কুনেম্যানকে টেস্ট দলে ডাকা হয়েছে। দিল্লি টেস্টের আগেই তিনি যোগ দেবেন দলের সঙ্গে।

প্রথম সন্তানের জন্ম দেবেন অস্ট্রেলিয়ার স্পিনার মিচেল সোয়েপসনের বাগদত্তা জেস। এই সময় জেসের পাশে থাকতে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে ছুটির আবেদন করেছিলেন তিনি। ছুটি মঞ্জুর হওয়ায় ব্রিসবেন ফিরে যাচ্ছেন অস্ট্রেলীয় লেগ স্পিনার। পরিবর্ত হিসাবে তাঁরই রাজ্য দলের সতীর্থ কুনেম্যানকে ভারতে পাঠানো হচ্ছে। নাগপুরে অবশ্য সোয়েপসন খেলেননি।

বাঁহাতি স্পিনার হিসাবে কামিন্সদের দলে আগে থেকেই রয়েছেন অ্যাস্টন আগার। ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে বাঁহাতি স্পিনাররা বেশি কার্যকর হবে বলে মনে করছে অস্ট্রেলিয়া শিবির। তাই সোয়েপসনের পরিবর্ত হিসাবে এক জন বাঁহাতি স্পিনার চেয়েছিলেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তাঁর চাহিদা মতোই কুনেম্যানকে ভারতে পাঠাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত বছর শ্রীলঙ্কা সফরে সাদা বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয়েছে কুনেম্যানের। এখনও দেশের হয়ে টেস্ট খেলার সুযোগ হয়নি কুইন্সল্যান্ডের বাঁহাতি স্পিনারের।

চোট প্রায় সেরে গিয়েছে ক্যামেরুন গ্রিনের। দিল্লি টেস্টে বল করতে পারেন তিনি। গ্রিন বল করতে পারলে কামিন্সের হাতে বোলিংয়ের বিকল্প বাড়বে। দিল্লিতে অস্ট্রেলিয়া কত জন স্পিনার নিয়ে খেলবে, তা এখনও ঠিক হয়নি। দিল্লি পৌঁছে সেখানকার উইকেট দেখে সিদ্ধান্ত নেবেন কামিন্সরা। নাগপুর টেস্টের পর তাঁর অবশ্য বুঝতে পারছেন, বর্ডার-গাওস্কর সিরিজ়ে ভাল কিছু করতে হলে স্পিনারদের উপরি ভরসা রাখতে হবে। স্পিন বোলিংয়ের উপর গুরুত্ব দিতে হবে।

চোট সারিয়ে দিল্লি টেস্ট খেলার জন্য তৈরি মিচেল স্টার্কও। যদিও ম্যাথু রেনশর হাঁটুর চোট নতুন করে উদ্বেগ বাড়িয়েছে অস্ট্রেলিয়া শিবিরের। নাগপুরের ব্যাটিং ব্যর্থতাও চিন্তায় রেখেছে তাঁদের। সিরিজ়ে সমতা ফেরাতে নতুন রণকৌশল ঠিক করতে হবে সফরকারীদের। ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট দিল্লিতে শুরু হবে ১৭ ফেব্রুয়ারি থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE