Advertisement
০৩ মে ২০২৪
India vs Australia

অভিষেকের পরেই বাইরে সূর্য! দিল্লি টেস্টে রোহিতদের দলে বদলের ইঙ্গিত কোচ দ্রাবিড়ের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে অভিষেক হয়েছে সূর্যকুমার যাদবের। কিন্তু দ্বিতীয় টেস্টেই কি তাঁকে প্রথম একাদশের বাইরে থাকতে হবে? কোচ রাহুল দ্রাবিড়ের কথায় তারই ইঙ্গিত।

Picture of Indian cricket coach Rahul Dravid

দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম একাদশে পরিবর্তন হতে পারে। তারই ইঙ্গিত দিয়ে রাখলেন দলের কোচ রাহুল দ্রাবিড়। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৪৩
Share: Save:

নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলে অভিষেক হয়েছিল সূর্যকুমার যাদবের। কিন্তু দ্বিতীয় টেস্টেই কি তাঁকে প্রথম একাদশের বাইরে থাকতে হবে? চোট সারিয়ে দলে ফিরেছেন শ্রেয়স আয়ার। সূর্যের পরিবর্তে কি ফিরোজ শাহ কোটলায় (এখন অরুণ জেটলি স্টেডিয়াম) শ্রেয়সকে দেখা যাবে প্রথম একাদশে? তারই ইঙ্গিত দিয়ে রাখলেন কোচ রাহুল দ্রাবিড়।

শুক্রবার থেকে কোটলাতে শুরু দ্বিতীয় টেস্ট। তার আগে সাংবাদিক বৈঠকে দ্রাবিড়কে প্রশ্ন করা হয়েছিল, দ্বিতীয় টেস্টে কি শ্রেয়স প্রথম একাদশে ফিরবেন? জবাবে দ্রাবিড় বলেন, ‘‘শ্রেয়স চোট সারিয়ে দলে ফেরায় আমি খুব খুশি। ম্যাচের দিন প্রথম একাদশ নিয়ে সিদ্ধান্ত নেব। শ্রেয়স নেটে ব্যাটিং শুরু করেছে। যদি শ্রেয়স পাঁচ দিনের খেলার ধকল নিতে পারে তা হলে সরাসরি ও প্রথম একাদশে ঢুকবে।’’

শ্রেয়সের উপর নিজের আস্থা দেখিয়েছেন দ্রাবিড়। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের মানসিকতায় মুগ্ধ ভারতীয় কোচ। তিনি বলেছেন, ‘‘শ্রেয়স স্পিনের বিরুদ্ধে ভাল খেলে। কিন্তু ওর মানসিকতা আমার খুব পছন্দের। কানপুরে ওর অভিষেক হওয়ার পর থেকে অনেক বার কঠিন পরিস্থিতিতে ওকে ব্যাট করতে হয়েছে। সেখানেও ওর খেলার ধরন বদলায়নি। নিজের শক্তি খুব ভাল ভাবে বোঝে শ্রেয়স। সেটা আমার খুব ভাল লাগে।’’

চোটের কারণে দল থেকে ছিটকে গেলে চোট সারিয়ে ফেরার পরে সেই ক্রিকেটারকে প্রথম একাদশে জায়গা দেওয়া উচিত বলে মনে করেন ভারতীয় কোচ। দ্রাবিড় বলেছেন, ‘‘কোনও ক্রিকেটার যদি শুধুমাত্র চোটের কারণে দল থেকে ছিটকে যায় তা হলে সে চোট সারিয়ে ফিরলে প্রথম একাদশে তাকে সুযোগ দেওয়া উচিত। কারণ, ক্রিকেটারদের পরিশ্রমের দাম দিতে চাই আমরা। তাই চোট সারিয়ে ফিরলে তাদের সুযোগ দিতে চাই।’’

গত দেড় বছরে লাল বলের ক্রিকেটে ভাল খেলেছেন শ্রেয়স। ৭টি টেস্টে ৫৬ গড়ে ৬২৪ রান করেছেন শ্রেয়স। এই সময়ের মধ্যে তাঁর থেকে বেশি রান একমাত্র করেছেন ঋষভ পন্থ। ৮টি টেস্টে ৭২২ রান করেছেন তিনি। কিন্তু গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ায় মাঠের বাইরে পন্থ। এখন দেখার দিল্লিতে আবার রোহিতদের প্রথম একাদশে শ্রেয়সের প্রত্যাবর্তন হয় কি না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE