Advertisement
০৫ মে ২০২৪
India vs Australia

উইকেটের জুজু নয়, অন্য একটা চাপ আছে রোহিতদের উপর, জানিয়ে দিল ভারতীয় দল

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তা পাকা করতে চাইছে ভারত। সেই চাপ রয়েছে রোহিতদের মধ্যে। এমনটাই জানিয়েছে ভারত।

Rohit Sharma

চাপ কাজ করছে ভারতীয় দলের উপর। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ মার্চ ২০২৩ ২১:১৫
Share: Save:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইনদওরে জিতলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তা পাকা। এমন অবস্থায় স্বাভাবিক ভাবেই একটা চাপ কাজ করছে ভারতীয় দলের উপর। সে কথাই জানিয়েছেন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর।

২০১৯ সাল থেকে শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। গত বার ফাইনাল খেলেছিল ভারত। যদিও সে বার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে হেরে যায় তারা। এ বারও সুযোগ রয়েছে ফাইনাল খেলার। তার জন্য হাতে রয়েছে দু’টি টেস্ট। ইনদওরে জিতলেই ফাইনালের টিকিট নিশ্চিত। না হলে রয়েছে আমদাবাদ টেস্ট। বুধবার প্রথম দিনের শেষে রাঠৌর বলেন, “বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আসার পর থেকে ঘরের মাঠে ম্যাচ জেতার চাপ বেড়েছে। ঘরের মাঠে জেতার জন্য ঝাঁপাচ্ছে সব দল।”

ইনদওরে প্রথম দিন থেকেই বল ঘুরছে। স্পিনারদের জন্য তৈরি করা হচ্ছে পিচ। ঘরের মাঠে জেতার জন্যই হয়তো এমন পিচ বানাচ্ছে ভারত। সেই কারণে নিরপেক্ষ পিচ কিউরেটর প্রয়োজন কি না জানতে চাওয়া হয় রাঠৌরের কাছে। তিনি বলেন, “সেটা আইসিসির সিদ্ধান্ত।” তবে ইনদওরের পিচে ব্যাট করা কঠিন বলে মনে করছেন না তিনি। রাঠৌর বলেন, “এটা কঠিন পিচ নয়। আমরা দল হিসাবে ঘূর্ণি পিচে খেলতে চাই। এই পিচে রান করতে হলে ভাল ভাবে ব্যাট করতে হবে। এই সিরিজ়ে আমাদের ব্যাটাররা ভাল ব্যাট করেছে। বিরাট (কোহলি) শেষ ম্যাচে ভাল খেলেছে। এই ম্যাচেও শুরুটা ভাল করেছিল। রোহিত (শর্মা) ভাল খেলেছে। (রবীন্দ্র) জাডেজা, অক্ষর (পটেল) ভাল খেলেছে।”

অস্ট্রেলিয়া প্রথম দিনেই ৪৭ রানে লিড নিয়েছে। সেটা নিয়ে ভাবতে রাজি নন রাঠৌর। তিনি বলেন, “লিড নেওয়াটা বড় ব্যাপার নয়। ওদের এই পিচে চতুর্থ ইনিংসে ব্যাট করতে হবে। চেষ্টা করতে হবে কম রানে ওদের আটকে রাখতে। আমাদের দ্বিতীয় ইনিংসে ভাল ব্যাট করতেই হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE