Advertisement
০৫ মে ২০২৪
India vs Australia

নতুন মাইলফলকে রোহিত, ধরে ফেললেন ৬ ভারতীয় ব্যাটারকে

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে নতুন মাইলফলক স্পর্শ করলেন রোহিত। শনিবার ভাল শুরু করেও খারাপ শট খেলে আউট হয়ে যান তিনি। তাঁর ব্যাট থেকে এসেছে ৩৫ রান।

picture of Rohit Sharma

আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি মাইলফলক স্পর্শ করলেন রোহিত। ছবি: বিসিসিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ মার্চ ২০২৩ ১৪:১১
Share: Save:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে নতুন মাইলফলক স্পর্শ করলেন রোহিত শর্মা। ভারতের সপ্তম ব্যাটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজার রান পূর্ণ করলেন ভারতীয় দলের অধিনায়ক।

ভারতের হয়ে ৪৩৮তম টেস্ট খেলতে নেমে নতুন মাইলফলক স্পর্শ করলেন রোহিত। শনিবার ম্যাথু কুনেম্যানের বলে আলগা শট খেলে আউট হয়েছেন ভারতীয় দলের অধিনায়ক। ব্যক্তিগত ৩৫ রানে সাজঘরে ফেরার আগে স্পর্শ করেন মাইলফলক। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এই নজির রয়েছে সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিংহ ধোনি এবং বীরেন্দ্র সহবাগের। ভারতের সপ্তম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ রান পূরণ করলেন রোহিত।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি রান করার নজির সচিনের দখলে। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর রান ৩৪,৩৫৭। মোট ৬৬৪টি ম্যাচ খেলেছিলেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন কোহলি। ৪৯৪টি ম্যাচে কোহলির সংগ্রহ ২৫,০৪৭ রান। তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় দলের কোচ। ৫০৪টি ম্যাচে দ্রাবিড় করেছিলেন ২৪,০৬৪ রান। তাঁর পর রয়েছেন সৌরভ। ৪২১টি ম্যাচে তাঁর সংগ্রহ ১৮,৪৩৩ রান। ধোনি ৫৩৫টি ম্যাচে করেছেন ১৭,০৯২ রান।

রোহিত ২৪১টি এক দিনের ম্যাচে করেছেন ৯৭৮২ রান। ১৪৮টি টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ৩৮৫৩ রান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট পর্যন্ত ৪৮টি টেস্টে রোহিতের সংগ্রহ ৩৩৪৪ রান। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৩টি শতরান রয়েছে ভারতীয় দলের অধিনায়কের ঝুলিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India vs Australia Rohit Sharma Milestone
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE