অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জয়ের পর ভারতের জয়ের শতাংশের হার বেড়ে ৬৪.০৬ হল। ছবি: পিটিআই
নাগপুরে প্রথম টেস্টের পর দিল্লিতে দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ভারত। রবিবার রোহিত শর্মার দল জিতেছে ৬ উইকেটে। সিরিজ়ে ২-০ এগিয়ে গেল ভারত। জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অবস্থান আরও ভাল হল ভারতের। অন্য দিকে, অস্ট্রেলিয়া এ বার চুনকামের মুখে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জয়ের পর ভারতের জয়ের শতাংশের হার বেড়ে ৬৪.০৬ হল। এখনও অবশ্য বিশ্ব টেস্টের ফাইনালে তাদের জায়গা নিশ্চিত নয়। বাকি দুই টেস্টের ফলাফল ভারতের বিরুদ্ধে গেলে শ্রীলঙ্কা তাদের টপকে যেতে পারে। তবে ভারতের জয়ে ফাইনালের দৌড় থেকে ছিটকে গেল দক্ষিণ আফ্রিকা। তারা এখন সর্বোচ্চ ৫৫ শতাংশে পৌঁছতে পারে। ভারত বাকি দু’টি টেস্টে হারলেও দক্ষিণ আফ্রিকার নীচে যাবে না।
বিশ্ব টেস্টের ফাইনালে যাওয়ার ব্যাপারে সবার আগে অস্ট্রেলিয়াই। তাদের জায়গাও অবশ্য নিশ্চিত। ফাইনালে যেতে হলে ভারতের বিরুদ্ধে ০-৪ হার এড়াতে হবে। তবে ০-৪ হারলেও একটি উপায়ে তারা ফাইনালে যেতে পারে। সে ক্ষেত্রে নিউ জ়িল্যান্ডকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ০-২ হারলে চলবে না।
A major shakeup at the top of the #WTC23 standings following India's win over Australia
— ICC (@ICC) February 19, 2023
Detailshttps://t.co/wDtNjKBAAZ
আইসিসি-র হিসাব অনুযায়ী, বিশ্ব টেস্টের ফাইনাল অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে হওয়ার সম্ভাবনা ৮৮.৯ শতাংশ। অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা হওয়ার সম্ভাবনা ৮.৩ শতাংশ এবং ভারত বনাম শ্রীলঙ্কা হওয়ার সম্ভাবনা ২.৮ শতাংশ।
রবিবার অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্টে আড়াই দিনে হারিয়ে দেয় ভারত। দিল্লিতে ৬ উইকেটে জিতে চার টেস্টের সিরিজ়ে ২-০ ব্যবধানে এগিয়ে গেলেন রোহিত শর্মারা। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস ১১৩ রানে শেষ হয় রবিবার সকালে। এর পর জয়ের জন্য ভারতের দরকার ছিল ১১৫ রান। ৪ উইকেট হারিয়ে সেই রান তুললেন রোহিতরা।
যতটা সহজ জয় আসা উচিত ছিল তা অবশ্য এল না। ১১৫ রান তুলতে গিয়ে ৪ উইকেট হারালেন রোহিতরা। লক্ষ্য কম থাকায় অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে আউট হলেন রোহিত, বিরাট কোহলি, শ্রেয়স আয়াররা। আবার ব্যর্থ হলেন সহ-অধিনায়ক লোকেশ রাহুল (২)। তিনি কবে রান করবেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একমাত্র শততম টেস্ট খেলতে নামা পুজারা উইকেটের এক দিক আগলে রেখে দলকে ভরসা দিলেন। পুজারা শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন ৩১ রান করে। তাঁর ৭৪ বলের ইনিংসে রয়েছে চারটি বাউন্ডারি। শেষ পর্যন্ত তাঁর সঙ্গে ২২ গজে ছিলেন শ্রীকর ভরত। উইকেটরক্ষকের ব্যাট থেকে এল ২২ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংস। তিনটি চার এবং একটি ছক্কা মারলেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy