Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Team India

India vs Ireland 2022: কোহলী-রোহিতরা না থাকাতেই বেশি থরহরিকম্প বিপক্ষ!

ভারতীয় দলের তরুণ ক্রিকেটাররা যাবেন আয়ারল্যান্ডে। ঈশান কিশন, হার্দিক পাণ্ড্যদের সেই দলকে নিয়েই চিন্তা রয়েছে আইরিশদের।

আয়ারল্যান্ড সিরিজে নেই বিরাট-রোহিত।

আয়ারল্যান্ড সিরিজে নেই বিরাট-রোহিত। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২১ জুন ২০২২ ১২:৫৮
Share: Save:

বিরাট কোহলী, রোহিত শর্মারা থাকলে ভারতীয় দলকে নিয়ে চিন্তায় পড়ে যায় বিপক্ষ দলগুলি। এ বার দু’জনের কেউই নেই। এঁদের না থাকাতেই বেশি থরহরিকম্প বিপক্ষ আয়ারল্যান্ড।

হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে আয়ারল্যান্ডে খেলবে ভারত। আইপিএলে গুজরাত টাইটান্সকে ট্রফি দেওয়া অধিনায়কের উপর আস্থা রেখেছেন নির্বাচকরা। আয়ারল্যান্ডের গতিময় পিচে তরুণ ভারতীয় দলকে নিয়ে যাবেন হার্দিক। অনভিজ্ঞ ভারতীয় দল চাইবে নিজেদের প্রমাণ করতে। তাতেই চিন্তায় রয়েছেন আয়ারল্যান্ডের ক্রিকেটাররা।

আয়ারল্যান্ডের স্পিনার জর্জ ডকরেল ভয় পাচ্ছেন এই তরুণ ভারতীয় ক্রিকেটারদের খিদে নিয়ে। তিনি বলেন, “এটা ঠিক যে এই ভারতীয় দল অনভিজ্ঞ। সেই সঙ্গে এটাও ঠিক যে এই ভারতীয় দলের মধ্যে নিজেদের প্রমাণ করার খিদেটা অনেক বেশি। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের মেলে ধরতে চাইবেন তাঁরা।”

ডকরেল মানছেন যে এই ভারতীয় দলে অনেক পরিবর্তন হয়েছে। তিনি বলেন, “ওদের দলে অনেক বদল হয়েছে। ভারতের যে দল বিশ্ব শাসন করছে সেই দলের থেকে এটা অনেকটাই আলাদা। কিন্তু আমার মনে হয় এই ভারতীয় দলে এখনও অনেক বিশ্বমানের ক্রিকেটার রয়েছেন।”

আয়ারল্যান্ডের হয়ে ৯৩টি টি-টোয়েন্টি এবং ৯৯টি এক দিনের ম্যাচ খেলেছেন ডকরেল। একটি টেস্টও খেলেছেন তিনি। ডকরেল বলেন, “ভারতের বিরুদ্ধে যখনই খেলতে নেমেছি ওরা কঠিন পরীক্ষার মুখে ফেলেছে। আন্তর্জাতিক ক্রিকেটে যে ধরনের লড়াই প্রয়োজন সেটা না করলে জেতা মুশকিল।”

২৬ এবং ২৮ জুন দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত এবং আয়ারল্যান্ড। সেই সিরিজ খেলতে হার্দিক পাণ্ড্যদের সঙ্গে কোচ হিসাবে যাবেন ভিভিএস লক্ষ্মণ। ২৪ জুন তাঁদের আয়ারল্যান্ড যাওয়ার কথা। ভারতের সিনিয়র ক্রিকেটাররা সেই সময় ব্যস্ত থাকবেন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচের প্রস্তুতিতে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE