Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

১৮ জানুয়ারি ২০২২ ই-পেপার

Ajaz Patel: তাঁকে ছুঁলেন কিউয়ি স্পিনার, নজির গড়া অজাজের উদ্দেশে কী বললেন অনিল কুম্বলে

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ০৪ ডিসেম্বর ২০২১ ১৩:৩৬
অজাজ পটেল।

অজাজ পটেল।
ছবি টুইটার

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অনবদ্য নজির গড়লেন অজাজ পটেল। বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টেস্টে এক ইনিংসে দশ উইকেট নিলেন তিনি। ইংল্যান্ডের বোলার জিম লেকার এবং ভারতের অনিল কুম্বলের পর তৃতীয় বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।

ভারতের প্রথম ইনিংস মুড়িয়ে যায় ৩২৫ রানে। ইনিংস শেষের পরেই অজাজের প্রশংসা করে টুইট করেছেন কুম্বলে। লিখেছেন, ‘আমাদের ক্লাবে তোমাকে স্বাগত অজাজ পটেল। দারুণ বল করেছো! টেস্ট ম্যাচের প্রথম এবং দ্বিতীয় দিনে এ ভাবে দাপট দেখানো নিঃসন্দেহে অনবদ্য প্রচেষ্টা।’ শুধু কুম্বলেই নন, অজাজের প্রতি প্রশংসা করেছেন একাধিক ক্রিকেটার। যেমন পার্থিব পটেল লিখেছেন, ‘পটেল ভারতেরই হোক বা নিউজিল্যান্ডের, কামালই করে দেখায়। প্রথম কিউয়ি বোলার এবং টেস্ট ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে এই অসাধারণ কৃতিত্ব অর্জন করার জন্য অনেক শুভেচ্ছা।’

Advertisement


১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম বার এক ইনিংসে দশ উইকেট নিয়েছিলেন লেকার। ৫৬ রানে দশ উইকেট নেন তিনি। এরপর ১৯৯৯ সালে দুরন্ত খেলে পাকিস্তানের বিরুদ্ধে ৭৪ রানে ১০ উইকেট নেন কুম্বলে। শনিবার অজাজ ১১৯ রানে দশ উইকেট পেলেন।

আরও পড়ুন

Advertisement