Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Hardik Panya

রাঁচীর পিচ বুঝতেই পারেননি হার্দিকরা! ধোনির শহরে হারের পর স্বীকারোক্তি ভারত অধিনায়কের

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে ভারত। মূলত, কিউয়ি স্পিনারদের খেলতে না পারার খেসারত দিতে হয়েছে হার্দিক পাণ্ড্যদের। কী কারণে হেরেছেন, তার ব্যাখ্যা দিয়েছেন ভারত অধিনায়ক হার্দিক।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে ভারত। খেলা শেষে হারের কারণ ব্যাখ্যা করেছেন ভারত অধিনায়ক হার্দিক পাণ্ড্য।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে ভারত। খেলা শেষে হারের কারণ ব্যাখ্যা করেছেন ভারত অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৩ ১২:১৮
Share: Save:

রাঁচীতে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে ভারত। মূলত, কিউয়ি স্পিনারদের খেলতে না পারার খেসারত দিতে হয়েছে হার্দিক পাণ্ড্যদের। ম্যাচ হেরে হার্দিক জানিয়েছেন, মহেন্দ্র সিংহ ধোনির শহরের মাঠের পিচ বুঝতে পারেননি তাঁরা। হারের জন্য ডেথ ওভারে দলের বোলিংকেও দায়ী করেছেন তিনি।

ম্যাচ শেষেও হার্দিকের চোখে পিচ নিয়ে বিস্ময়। তিনি বলেছেন, ‘‘আমার মনে হয় বল এ ভাবে ঘুরবে সেটা কেউ বুঝতে পারেনি। দুটো দলের কাছেই চমক ছিল। ভেবেছিলাম পুরনো বলে স্পিন হবে। কিন্তু নতুন বলে অনেক বেশি স্পিন হয়েছে। তবে উইকেটের দোষ দেওয়া যাবে না। সব রকম উইকেটে খেলতে হবে আমাদের।’’

ডেথ ওভারে বল করতে গিয়ে রান গলানোর সমস্যা এখনও বজায় আছে ভারতের। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে শেষ ওভারে ২৭ রান দিয়েছেন আরশদীপ সিংহ। ডেথ ওভারে বোলিং দলকে ভুগিয়েছে বলে স্বীকার করে নিয়েছেন হার্দিক। ভারত অধিনায়ক বলেছেন, ‘‘এই উইকেটে ১৬০ রান ঠিক ছিল। কিন্তু শেষ দিকে আমরা খারাপ বল করেছি। শেষ ওভারে ২৭ রান দিয়েছি। তবে দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে। এই ধরনের ম্যাচ থেকে ওদের শিক্ষা নিতে হবে।’’

রান তাড়া করতে নেমে নিউ জ়িল্যান্ডের তিন স্পিনার মিচেল স্যান্টনার, মাইকেল ব্রেসওয়েল ও ইশ সোধির সামনে ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং। তার মধ্যেই ভাল খেলছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু তিনি আউট হতেই চাপে পড়ে যায় ভারত। শেষ পর্যন্ত হারতে হয় তাদের। সূর্যের প্রশংসা করেছেন হার্দিক। তিনি বলেছেন, ‘‘সূর্য যত ক্ষণ খেলছিল, আমরা খেলায় ছিলাম। ও আউট হতেই চাপ হয়ে গেল। শেষ দিকে ওয়াশিংটন সুন্দর চেষ্টা করেছিল। কিন্তু জরুরি রান অনেক বেশি হয়ে গিয়েছিল।’’

রাঁচীতে প্রথম ম্যাচ হেরে এ বার লখনউ গিয়েছে ভারতীয় দল। রবিবার সেখানে সিরিজ়ের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে তারা। সিরিজ়ে টিকে থাকতে হলে লখনউয়ে জিততেই হবে ভারতকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE