Advertisement
E-Paper

আবার ভেস্তে যাবে ভারত-পাকিস্তান খেলা? এশিয়া কাপের সুপার ফোরে রোহিতদের ম্যাচ নিয়ে সংশয়

গ্রুপ লিগে ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। এ বার এশিয়া কাপের সুপার ফোরেও তাদের খেলা ভেস্তে যেতে পারে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১৪:০১
Rohit Sharma and Babar Azam

রোহিত শর্মা (বাঁ দিকে) ও বাবর আজ়ম। —ফাইল চিত্র

এশিয়া কাপের গ্রুপ লিগে ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টির জেরে ভেস্তে গিয়েছিল। একটা গোটা ইনিংস হয়নি। সুপার ফোরে আগামী রবিবার আবার ভারত ও পাকিস্তান মুখোমুখি। সেই ম্যাচ নিয়েও সংশয় দেখা দিয়েছে। কারণ, রবিবারও শ্রীলঙ্কার কলম্বোতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। যদি আগের ম্যাচের মতো বৃষ্টি হয় তা হলে দু’দেশের সমর্থকেরা আবার হতাশ হতে পারেন।

১০ সেপ্টেম্বর, রবিবার সারা দিন ধরেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলম্বোতে। ৯০ শতাংশ বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। প্রতি ঘণ্টায় ১৫ থেকে ৩০ কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে। যদি পূর্বাভাস মিলে যায় তা হলে খেলায় ব্যাঘাত ঘটতে পারে।

কলম্বোতে গ্রুপের প্রায় সব ম্যাচেই বৃষ্টি হয়েছে। সেই কারণে সুপার ফোরের ম্যাচগুলি কলম্বো থেকে সরতে পারে বলে জল্পনা শুরু হয়েছিল। কলম্বো থেকে সরে হামবানটোটায় খেলা হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ সরানোর সিদ্ধান্ত থেকে সরে আসে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। জানিয়ে দেওয়া হয়, কলম্বোতেই সুপার ফোরের চারটি খেলা হবে।

এশিয়া কাপে ভারত তাদের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল পাকিস্তানের। পাক পেসারদের দাপটে ভেঙে পড়ে দলের টপ অর্ডার। রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার রান পাননি। তার পরে দলের ইনিংসকে সামলান ঈশান কিশন ও হার্দিক পাণ্ড্য। ঈশান ৮২ ও হার্দিক ৮৭ রান করেন। ৪৮.১ ওভারে ২৬৬ রানে অল আউট হয়ে যায় ভারত। রোহিতদের ইনিংসের পরে প্রবল বৃষ্টি শুরু হয়। আর খেলা শুরু করা যায়নি। আবার সেই আশঙ্কা দেখা গিয়েছে আগামী রবিবার।

Asia Cup 2023 India Cricket Pakistan Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy