দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে আরও অন্তত ৩০-৪০ রান বেশি তোলা উচিত ছিল বলে মনে করছেন চেতেশ্বর পুজারা। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ২২৩ রানে অলআউট হয়ে গিয়েছে ভারত। নিজে ৭৭ বলে ৪৩ রান করেন পুজারা। বিরাট কোহলী করেছেন ৭৯ রান। তবে বাকি ব্যাটাররা ব্যর্থ হওয়ায় আরও বেশি রান তুলতে পারেনি ভারত।
দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে সম্প্রচারকারী চ্যানেলে পুজারা বলেছেন, “আমার মনে হয় এই ধরনের পিচে ২৭৫ রান ভাল স্কোর। বোলাররা যদি নিজেদের দক্ষতা কাজে লাগাতে পারে এবং নির্দিষ্ট লাইন ও লেংথে বল করতে পারে তা হলে অনেক সুবিধা পাবে। এটা এমন একটা পিচ যেখানে বোলার এবং ব্যাটার দু’জনেই সুবিধা পাবে।”