Advertisement
১১ মে ২০২৪
Keegan Petersen

Keegan Petersen: এক হাতে দুর্দান্ত ক্যাচ, জন্টি রোডসকে মনে করালেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্টের তৃতীয় দিনের খেলায় নিজের দেশের প্রাক্তন ক্রিকেটারকে মনে পড়ালেন দক্ষিণ আফ্রিকার কিগান পিটারসেন।

এই সেই ক্যাচ।

এই সেই ক্যাচ। ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ১৭:২৮
Share: Save:

ফিল্ডিংয়ের জন্য একসময় ক্রিকেটদুনিয়ায় সুনাম কুড়িয়েছেন দক্ষিণ আফ্রিকার জন্টি রোডস। দুর্দান্ত ক্যাচই হোক বা সরাসরি থ্রোয়ে উইকেট ভেঙে দেওয়া, যে কোনও কাজেই তিনি ছিলেন পারদর্শী। বৃহস্পতিবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্টের তৃতীয় দিনের খেলায় নিজের দেশের প্রাক্তন ক্রিকেটারকে মনে পড়ালেন দক্ষিণ আফ্রিকার কিগান পিটারসেন। এক হাতে চেতেশ্বর পুজারার দুর্দান্ত ক্যাচ নিয়ে চমকে দিলেন তিনি।

তৃতীয় দিনের শুরুতেই উইকেট নিয়ে ভারতের মনোবল ভেঙে দিতে চাইছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভারেই সেই কাজে সফল হয় তারা। বল করছিলেন মার্কো জানসেন। তাঁরই একটি লাফিয়ে ওঠা বলে ডিফেন্ড করতে চেয়েছিলেন পুজারা। বল সৌরাষ্ট্রের ব্যাটসম্যানের গ্লাভসে লেগে উইকেটকিপারের বাঁদিকে উড়ে যাচ্ছিল। লেগ স্লিপে দাঁড়িয়েছিলেন পিটারসেন। ডানদিকে ঝাঁপিয়ে পড়ে এক হাতে দুর্দান্ত ক্যাচ নেন তিনি।

ধারাভাষ্য দিতে থাকা সুনীল গাওস্কর উচ্ছ্বসিত হয়ে পড়েন সেই ক্যাচ দেখে। সেই ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই তা ভাইরাল হয়েছে। অনেকেই বলছেন, রোডসের যোগ্য উত্তরসূরি হতে পারেন পিটারসেন।

এ দিকে, তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে দুই অঙ্কের রান পেরোতে পারলেন না পুজারা। এরপরে তিনি ভারতীয় দলে জায়গা পাবেন কিনা, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE