দুই ইনিংসে শতরান করার পুরস্কার পেলেন উসমান খোয়াজা। পঞ্চম টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করবেন তিনি। করোনার জন্য চতুর্থ টেস্টে খেলতে না পারা ট্র্যাভিস হেডও ফিরছেন দিন-রাতের ম্যাচে।
অস্ট্রেলিয়ার তরফে জানিয়ে দেওয়া হয়েছে ওপেনার মার্কাস হ্যারিসের জায়গায় খোয়াজা ওপেন করবেন। দু’বছর পর অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলতে নেমে সিডনিতে দুই ইনিংসেই শতরান করেন খোয়াজা। হেড সুস্থ থাকলে হয়তো সেই সুযোগ পেতেন না। কিন্তু সুযোগ পেয়ে কাজে লাগিয়েছেন খোয়াজা। পুরস্কারও পেলেন। হেড ফিরলেও বাদ পড়তে হল না তাঁকে।
হ্যারিস এই অ্যাশেজে ১৭৯ রান করেছেন। যার মধ্যে মেলবোর্নে করেছিলেন ৭৬ রান। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেন, “হ্যারিস জানত এমন কিছু হবে। তবে ও ভালই খেলছে। প্রতিটা ম্যাচে উন্নতি করছে। আগামী দিনে ওর কাছে সুযোগ আসবে।”