শেষ রক্ষা হল না। এক দিনের সিরিজের শেষ ম্যাচেও হেরে গেল ভারত। দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানে হারল ভারত। এক দিনের সিরিজে হেরে গেল ০-৩ ব্যবধানে। গত বারের সফরে টেস্ট সিরিজ হারার পর এক দিনের সিরিজে দাপট দেখিয়েছিল ভারত। কিন্তু এ বার এক দিনের সিরিজে কেএল রাহুলের দল কার্যত আত্মসমর্পণ করল। প্রথমে ব্যাট করেই হোক বা রান তাড়া করে, কোনও ব্যাপারেই তারা সফল হল না। শেষ ম্যাচে দীপক চাহারের দুরন্ত পারফরম্যান্সও কাজে লাগল না।
নিয়মরক্ষার ম্যাচে স্বাভাবিক ভাবেই দলে পরীক্ষা-নিরীক্ষার রাস্তায় হেঁটেছিল ভারত। রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, বেঙ্কটেশ আয়ার এবং ভুবনেশ্বর কুমারকে বিশ্রাম দেওয়া হয়েছিল। দলে এসেছিলেন সূর্যকুমার যাদব, জয়ন্ত যাদব, দীপক চাহার এবং প্রসিদ্ধ কৃষ্ণ।
রবিবার ভারত শুরুটা ভালই করেছিল। আগের ম্যাচে প্রায় শতরানের দোরগোড়ায় পৌঁছে যাওয়া জানেমন মালানকে ১ রানে ফিরিয়ে দেন দীপক। তেম্বা বাভুমা রান আউট হয়ে যান ৮ রানে। এমনকি দক্ষিণ আফ্রিকার বড় ভরসা এডেন মার্করামও বেশিক্ষণ টিকতে পারেননি। কিন্তু কুইন্টন ডি’কক যতক্ষণ ক্রিজে থাকেন, ততক্ষণ দক্ষিণ আফ্রিকা চিন্তা করে না। রবিবারও সেটাই দেখা গেল। এই সিরিজের শুরু থেকে ভাল খেলে আসা রাসি ভ্যান ডার ডুসেনের সঙ্গে চতুর্থ উইকেটে ১৪৪ রানের জুটি গড়লেন তিনি। ওখানেই দক্ষিণ আফ্রিকার বড় রানের ভিত তৈরি হয়ে গেল। পরপর দুই ওভারে ডি’কক এবং ডুসেন ফিরে গেলেও দক্ষিণ আফ্রিকাকে লড়াকু স্কোরে পৌঁছে দিলেন ডেভিড মিলার (৩৯) এবং ডোয়েন প্রিটোরিয়াস (২০)। ২৮৭ রানে থামল দক্ষিণ আফ্রিকা।