দক্ষিণ আফ্রিকায় পৌঁছে কোহলী। ছবি টুইটার
তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌঁছল বিরাট কোহলীর নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল। সে দিন রাতেই কোহলীদের বিমানবন্দরে নামার ছবি পোস্ট করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। শুক্রবার ভারতীয় দলের বিমানযাত্রার ভিডিয়ো পোস্ট করল বিসিসিআই।
তাতে আপাত ভাবে দেখে মনে হচ্ছে ভারতীয় দল হাল্কা মেজাজেই রয়েছে। দেখা যাচ্ছে ইশান্ত শর্মার সঙ্গে মজা করছেন কোহলী। রাহুল দ্রাবিড়, শ্রেয়স আয়ারকে বিমানে পাশাপাশি আসনে বসে হাসাহাসি করতে দেখা যাচ্ছে। শ্রেয়সের হাতে একটি বই রয়েছে। ভারতীয় দল যে রিসর্টে রয়েছে, সেখানে পৌঁছনোর পর দেখা যাচ্ছে শ্রেয়স বাজনার তালে কাঁধ ঝাঁকাচ্ছেন।
From Mumbai to Jo'Burg! 👍 👍
— BCCI (@BCCI) December 17, 2021
Capturing #TeamIndia's journey to South Africa✈️
- By @28anand
Watch the full video 🎥 🔽 #SAvINDhttps://t.co/dJ4eTuyCz5 pic.twitter.com/F0qCR0DvoF
📍Touchdown South Africa
— BCCI (@BCCI) December 16, 2021#TeamIndia #SAvIND pic.twitter.com/i8Xu6frp9C
চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রহাণে পাশাপাশি আসনে বসে রয়েছেন। তাঁদেরও হাসতে দেখা যাচ্ছে।
২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট খেলতে নামবেন কোহলীরা।