Advertisement
E-Paper

ভারত-পাকিস্তান উত্তাপ মহিলাদের বিশ্বকাপেও! হাত মেলাবেন? জবাব দিলেন হরমনপ্রীত, রউফের সেই ভঙ্গি নকল পাক অধিনায়ক ফতিমার

মহিলাদের এক দিনের বিশ্বকাপে আগামী ৫ অক্টোবর মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। সেই ম্যাচেও এশিয়া কাপের মতো উত্তাপ ছড়াতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০১
picture of cricket

(বাঁ দিকে) হরমনপ্রীত কৌর এবং ফতিমা সানা (ডান দিকে)। ছবি: ইনস্টাগ্রাম।

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তাপ ছড়িয়েছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, অপারেশন সিঁদুরের প্রসঙ্গ উঠে এসেছে। দু’দলের ক্রিকেটারেরাই বিতর্কে জড়িয়েছেন। আঁচ পড়তে পারে মহিলাদের এক দিনের বিশ্বকাপেও। প্রতিযোগিতা শুরুর আগেই ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে মুখ খুলেছেন দু’দলের অধিনায়ক।

আগামী ২ অক্টোবর থেকে শুরু হবে মহিলাদের এক দিনের বিশ্বকাপ। সব দলই এখন চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত। তার মধ্যেই এসে পড়ছে ভারত-পাকিস্তান ম্যাচের প্রসঙ্গ। বিশ্বকাপ খেলতে ভারতে আসবেন না ফতিমা সানারা। পাকিস্তানের ম্যাচগুলি হবে শ্রীলঙ্কায়। ৫ অক্টোবর কলম্বোয় পাকিস্তানের মুখোমুখি হবেন হরমনপ্রীত কৌরেরা।

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন হরমনপ্রীত। স্বভাবতই উঠেছে পাকিস্তান ম্যাচের কথা। এশিয়া কাপের মতো দ্বিপাক্ষিক সম্পর্কের আঁচ কি বিশ্বকাপেও পড়বে? সরাসরি প্রসঙ্গে না ঢুকে হরমনপ্রীত বলেছেন, ‘‘আমাদের সাজঘরে এ সব নিয়ে কোনও কথাই হয়নি। আমরা আপাতত নিজেদের ক্রিকেট নিয়ে ভাবছি। এখন আমাদের কাজ শুধু ক্রিকেট খেলা এবং আমরা ক্রিকেটেই মন দিচ্ছি।’’ তবে বুঝিয়ে দিয়েছেন, পাকিস্তান ম্যাচে তাঁরা শুধু ক্রিকেট খেলবেন। এশিয়া কাপে সূর্যকুমার যাদবেরা যেমন পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে কথা বলছেন না। করমর্দন করছেন না। শুধু খেলছেন। মহিলাদের বিশ্বকাপে হরমনপ্রীতেরাও সম্ভবত তেমনই করবেন।

অন্য দিকে, ভাইরাল হয়েছে ফতিমার একটি ভিডিয়ো। যাতে তাঁকে হ্যারিস রউফের বিতর্কিত আচরণ নকল করতে দেখা গিয়েছে। বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ় খেলেছে পাকিস্তানের মহিলা ক্রিকেট দল। এশিয়া কাপে ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচ হয় গত ২১ সেপ্টেম্বর। সেই ম্যাচে ফিল্ডিং করার সময় রউফ হাতের মুদ্রায় বোঝাতে চেয়েছিলেন অপারেশন সিঁদুরের সময় ভারতের রাফাল যুদ্ধ বিমান ধ্বংস হয়েছিল। পরের দিনই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ খেলতে নামেন ফতিমারা। সেই ম্যাচে বাউন্ডারি লাইনের ধারে দলের ডাগ আউটের কাছে ফিল্ডিং করার সময় রউফের হাতের সেই মুদ্রা নকল করেন পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। যদিও তাঁর মুখে ছিল হাসি। রসিকতার ছলে রউফকে নকল করেন তিনি।

এক দিকে, হরমনপ্রীত গুরুত্ব দিতে চাইছেন না পাকিস্তানকে। অন্য দিকে, ফতিমাও হয়তো রউফদের মতো উত্তাপ চাইছেন। এশিয়া কাপের মতো ভারত-পাক উত্তাপ দেখা যেতে পারে মহিলাদের এক দিনের বিশ্বকাপেও।

India vs Pakistan Harmanpreet Kaur Fatima Sana Shaikh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy