Advertisement
E-Paper

এশিয়া কাপে টানা ব্যর্থতা, টি-টোয়েন্টি ক্রিকেটে লজ্জার বিশ্বরেকর্ড পাকিস্তানের আয়ুবের

পাকিস্তানের তরুণ ব্যাটারদের মধ্যে অন্যতম প্রতিভাবান হিসাবে চিহ্নিত সাইম আয়ুব। এশিয়া কাপে ফর্মে নেই তিনি। ওপেনার হিসাবে জায়গা হারিয়েছেন। টানা ব্যর্থতায় লজ্জার বিশ্বরেকর্ডও গড়েছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩০
Picture of Saim Ayub

সাইম আয়ুব। ছবি: এক্স।

পাকিস্তানের এক প্রাক্তন ক্রিকেটার দাবি করেছিলেন এশিয়া কাপে জসপ্রীত বুমরাহকে এক ওভারে ছ’টি ছক্কা মারবেন সাইম আয়ুব। তেমন কিছু করতে পারেননি ২৩ বছরের পাক ব্যাটার। তবে এশিয়া কাপে একটি লজ্জার নজির গড়েছেন তিনি।

এশিয়া কাপে প্রথম তিন ম্যাচে কোনও রান করতে পারেননি আয়ুব। প্রথম তিনটি ম্যাচেই আউট হয়েছিলেন শূন্য রানে। টানা ব্যর্থতার জন্য সলমন আঘারা তাঁকে ওপেনিং থেকে সরিয়ে ব্যাটিং অর্ডারের তিন নম্বরে নামিয়ে দিয়েছেন। তা-ও সাফল্য পাচ্ছেন না আয়ুব। বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচেও শূন্য রানে আউট হয়েছেন তিনি। ৩ বল খেলে শূন্য রানে আউট হন তিনি। সব মিলিয়ে এশিয়া কাপের চারটি ম্যাচে শূন্য রানে আউট হলেন আয়ুব। একই সঙ্গে লজ্জার নজির গড়েছেন তিনি।

আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির ক্রিকেটারদের মধ্যে আয়ুবই একমাত্র কোনও টি-টোয়েন্টি সিরিজ় বা প্রতিযোগিতার চারটি ম্যাচে শূন্য রানে আউট হলেন। একসঙ্গে পাঁচ জন ক্রিকেটারের বিশ্বরেকর্ড ভেঙেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ়ের আন্দ্রে ফ্লেচার, বাংলাদেশের মাশরাফি মোর্তাজা, জ়িম্বাবোয়ের রেগিস চাকাভা, বাংলাদেশের তানজিদ হাসান এবং পাকিস্তানের হাসান নওয়াজ়ের কোনও টি-টোয়েন্টি সিরিজ় বা প্রতিযোগিতার তিনটি করে ম্যাচে শূন্য রানে আউট হওয়ার নজির রয়েছে। তবে অ্যাসোসিয়েট সদস্য দেশগুলির সাত ক্রিকেটার কোনও টি-টোয়েন্টি সিরিজ় বা প্রতিযোগিতার চারটি করে ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন।

এশিয়া কাপে এখনও পর্যন্ত ছ’টি ম্যাচ খেলেছেন আয়ুব। সব মিলিয়ে করেছেন ২৩ রান। সর্বোচ্চ সুপার ফোর পর্বে ভারতের বিরুদ্ধে ২১। পাকিস্তানের হয়ে ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তরুণ ব্যাটার। ন’টি ম্যাচেই কোনও রান করতে পারেননি তিনি।

T20I world record PCB
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy