সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতীয় দল। ২০২৩ সালের বিশ্বকাপেও অপরাজিত থেকেই ফাইনালে উঠেছিল তারা। যদিও ফাইনালে হারতে হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এ বারে সামনে নিউ জ়িল্যান্ড। তার আগে ফুরফুরে মেজাজে দেখা গেল হার্দিক পাণ্ড্যকে।
হার্দিক জিমের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে হার্দিক শুয়ে রয়েছেন। তাঁর এক হাতে ডাম্বেল। আর পেটের উপর বসে রয়েছে পুত্র অগস্ত্য। সে বাবার পেটের উপর বসে বেশ মজা পেয়েছে। বার বার লাফাচ্ছে। আর ছেলেকে পেটের উপর বসিয়েই ডাম্বেল তুলছেন হার্দিক।
কিছু দিন আগেই হার্দিকের বিবাহবিচ্ছেদ হয়েছে। নাতাশা স্তানকোভিচ এবং হার্দিকের ছেলে অগস্ত্য কখনও বাবার সঙ্গে থাকেন, কখনও মায়ের সঙ্গে। এর আগে নাতাশার সঙ্গে সময় কাটাতেও দেখা গিয়েছিল অগস্ত্যকে।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার্দিক নেমে দলের উপর থেকে চাপটা কাটিয়ে দিয়েছিলেন। বিরাট কোহলি আউট হওয়ার সময় ভারতের ৪০ রান বাকি ছিল। হার্দিক নেমে একের পর এক বাউন্ডারি মেরে ভারতের জয় নিশ্চিত করে দিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়ে ফিরতে পারেননি। সেটা করেছিলেন লোকেশ রাহুল। ছক্কা মেরে জিতিয়েছিলেন তিনি। ফাইনালে উঠে বেশ খোশমেজাজে দেখা গেল তাঁকে। জিমে অনুশীলন করলেন ছেলেকে সঙ্গে নিয়ে।
রবিবার দুবাইয়ে মুখোমুখি হবে ভারত এবং নিউ জ়িল্যান্ড। গ্রুপ পর্বে এই দুই দলের লড়াইয়ে জিতেছিল ভারত। রবিবার যে জিতবে ট্রফি তাদের।