নাগপুরে ভারতের ৪ উইকেটে জয়ের নেপথ্যে শ্রেয়স আয়ারের গুরুত্বপূর্ণ ঝোড়ো ইনিংস। ৩৬ বলে ৫৯ রান করে ইংল্যান্ডের হাত থেকে ম্যাচ বার করে নিয়ে যান তিনি। যদিও বিরাট কোহলির চোট না থাকলে খেলাই হত না শ্রেয়সের। এমনটাই জানালেন ভারতীয় ব্যাটার।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে হাঁটুর চোটের কারণে খেলতে পারেননি কোহলি। সেই জায়গায় শ্রেয়সকে দলে নেওয়া হয়। ম্যাচের আগের দিন রাতে সিনেমা দেখছিলেন তিনি। এমন সময় রোহিত শর্মার ফোন। জানতে পারেন কোহলির চোটের কথা। নাগপুরে খেলতে হবে শুনে সঙ্গে সঙ্গে ঘুমোতে চলে যান শ্রেয়স। তিনি বলেন, “মজার গল্প। আমি রাতে সিনেমা দেখছিলাম। ভেবেছিলাম বেশি রাত জাগলেও অসুবিধা নেই। সেই সময় অধিনায়কের ফোন। জানাল বিরাটের হাঁটুতে চোট। আমাকে খেলতে হতে পারে। সঙ্গে সঙ্গে ঘরে ফিরে ঘুমোতে চলে যাই।”
শেষ কয়েক মাস ধরে ঘরোয়া ক্রিকেট খেলছেন শ্রেয়স। সেখানেই ইংল্যান্ড সিরিজ় এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেট তাঁকে সাহায্য করেছে বলেও জানালেন শ্রেয়স। তিনি বলেন, “ইংল্যান্ড শর্ট বল করছিল। আমি ওদের বলের গতিটাকে ব্যবহার করার সিদ্ধান্ত নিই। ফিল্ডার তখন ৩০ গজের ভিতরে ছিল। তাই আমি হাওয়ায় বেশি শট মারছিলাম। ওরা শুরু থেকেই আক্রমণ করছিল। সত্যি বলতে আমি টানা ঘরোয়া ক্রিকেট খেলেছি। সেখানে শিখেছি কী ভাবে ইনিংস গড়তে হবে। এই সময়ে আমার মানসিকতার অনেকটাই পরিবর্তন হয়েছে। স্কিল বেড়েছে। সব সময় শেখার মানসিকতা রাখতে হবে।”
আরও পড়ুন:
শর্ট বলের মোকাবিলা করতে শ্রেয়স নিজের ব্যাটিং স্টান্সে কিছুটা পরিবর্তন করেন। তাঁর ডান পা ছিল লেগস্টাম্পের সামনে। যাতে খুব তাড়াতাড়ি শর্ট বলগুলি খেলার জন্য ঘুরতে পারেন। শ্রেয়স বলেন, “বোলার যদি ১৪০-১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করে তা হলে ক্রিজ়ের ব্যবহার করতেই হয়। আমি খুব বেশি কিছু পরিবর্তন করিনি। ঘরোয়া ক্রিকেটেও আমি এই ভাবে ব্যাট করছিলাম। বলগুলো ফাঁকা জায়গা দেখে খেলার চেষ্টা করছিলাম। সেটা ভেবেই খেলছিলাম আমি। ঘরোয়া ক্রিকেটে ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার উপরে বোলার খুব বেশি পাওয়া যায় না। তাই আমরা অনুশীলনে বোলারদের গায়ে বল করতে বলি। সেই অনুশীলন কাজে লেগেছে বলে ভাল লাগছে।”
আগামী ম্যাচে কোহলি সুস্থ হয়ে ফিরলে শ্রেয়স আর জায়গা পাবেন কি না বলা মুশকিল। তবে দল চাইলে ওপেনার যশস্বী জয়সওয়ালকে বসিয়ে, শুভমন গিলকে ওপেন করতে পাঠানো হতে পারে। সে ক্ষেত্রে শ্রেয়স নিজের চার নম্বর জায়গায় ব্যাট করতে পারবেন। রবিবার কটকে দ্বিতীয় এক দিনের ম্যাচ।