মাঠে মেজাজ হারাতে মাঝেমধ্যেই দেখা যায় রোহিত শর্মাকে। মাঠেই ক্রিকেটারদের বকুনি দেন তিনি। সেই ছবি দেখা গেল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও। রোহিতের কাছে বকুনি খেলেন শুভমন গিল। কী এমন ভুল করেছিলেন ভারতের সহ-অধিনায়ক? কেন রাগ করলেন রোহিত?
প্রথমে ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিল নিউ জ়িল্যান্ড। দ্রুত রান করছিলেন দুই ওপেনার। বাধ্য হয়ে পাওয়ার প্লে-র মধ্যে দুই স্পিনারকে আক্রমণে নিয়ে আসেন রোহিত। তাঁরা দলকে উইকেট এনে দেন। কিছুটা স্বস্তি পান রোহিত। মাঝে জলপানের বিরতির সময় যখন বাকি ক্রিকেটারেরা এক জায়গায় দাঁড়িয়ে ছিলেন, তখন শুভমনকে দেখা যায় দূরে দাঁড়িয়ে থাকতে। এই ঘটনায় মেজাজ হারান রোহিত।
আরও পড়ুন:
শুভমনকে চিৎকার করে ডাকেন রোহিত। সে কথা শুনে ছুটতে ছুটতে বাকি ক্রিকেটারদের কাছে যান শুভমন। তার পরে রোহিত নিজের কথা শুরু করেন। এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল।
রোহিতের এই মেজাজ নতুন নয়। এর আগে মাঠে কখনও সরফরাজ় আহমেদ, কখনও যশস্বী জয়সওয়াল রোহিতের বকুনি খেয়েছেন। এই তরুণ ক্রিকেটারেরা কিছু ভুল করলে বড় দাদার মতোই তাঁদের বকেন রোহিত। আবার পরে পিঠ চাপড়েও দেন। ভারতের এই দলে সহ-অধিনায়কের ভূমিকায় রয়েছেন শুভমন। তাঁকে ভবিষ্যতের অধিনায়ক ধরা হচ্ছে। এই পরিস্থিতিতে শুভমন যাতে আরও দায়িত্ব নেন, সেই শিক্ষাই হয়তো তাঁকে দিলেন রোহিত।