লর্ডসে ভারতীয় বোলারদের মধ্যে নজর কেড়েছেন নীতীশ রেড্ডি। যে উইকেটে প্রথম দুই সেশনে ভারতের প্রধান পেসারেরা উইকেট তুলতে পারেননি, সেখানে নিজের প্রথম ওভারেই জোড়া উইকেট তুলেছেন তিনি। তাঁর প্রশংসা করতে গিয়ে নিজের মাতৃভাষাই বদলে দিয়েছেন অধিনায়ক শুভমন গিল।
নিজের প্রথম ওভারে ইংল্যান্ডের দুই ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলিকে আউট করেন নীতীশ। তার পরেও ভাল বল করছিলেন তিনি। ইনিংসের ১৬তম ওভারে নীতীশের একটা বল এগিয়ে এসে খেলার চেষ্টা করেন জো রুট। কিন্তু বল পিচে পড়ে বাইরের দিকে যায়। ফলে ব্যাটে-বলে হয়নি রুটের।
সেই বল দেখে নীতীশের প্রশংসা করেন শুভমন। তবে তা তেলুগু ভাষায়। শুভমন নিজে পঞ্জাবি। নিজেদের মধ্যে আলোচনার সময় মাঠে সাধারণত হিন্দি বলেন ভারতীয় ক্রিকেটারের। শুভমনও তাই করেন। কিন্তু নীতীশকে তিনি বলেন, “বাগুন্ডি রা মাওয়া।” অর্থাৎ, “এই বলটা দারুণ হয়েছে।” স্টাম্প মাইক্রোফোনে শুভমনের কথা শুনতে পাওয়া যায়।
আরও পড়ুন:
লর্ডসে নিজেদের খেলার ধরন বদলে দিয়েছে ইংল্যান্ড। ‘বাজ়বল’ থেকে সরেছে তারা। বদলে টেস্টের ধ্রুপদী ব্যাটিং করতে দেখা যাচ্ছে তাদের। ফলে রান তোলার গতি অনেকটাই কম ইংল্যান্ডের। কিন্তু ঝুঁকি না নেওয়ায় উইকেট তুলতেও সমস্যা হচ্ছে ভারতীয় বোলারদের।