টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ছন্দে সূর্যকুমার যাদব। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পর পর দু’ম্যাচে অর্ধশতরান করেছেন তিনি। তার পুরস্কারও পেয়েছেন ভারত অধিনায়ক। আইসিসি ক্রমতালিকায় লাফ মেরেছেন তিনি। বিশ্বকাপের আগে সূর্য ফর্মে ফেরায় আত্মবিশ্বাস বেড়েছে ভারতের দলের বাকি ক্রিকেটারদেরও।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে নাগপুরে প্রথম ম্যাচে ৩২ রান করেছিলেন সূর্য। ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। পরের দুই ম্যাচে তা করে দেখিয়েছেন। রায়পুরে ৮২ ও গুয়াহাটিতে ৫৭ রানে অপরাজিত থেকেছেন। তিন ম্যাচে সূর্যের রান ১৭১। রানে ফেরায় আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় ১২ থেকে এক লাফে সাত নম্বরে উঠেছেন সূর্য। প্রথম দশে ঢুকে পড়েছেন ভারত অধিনায়ক।
নিউ জ়িল্যান্ড সিরিজ়ে ভারতীয় দলে সুযোগ পেয়ে তা কাজে লাগিয়েছেন ঈশান কিশন। রায়পুরে ৩২ বলে ৭৬ রান করেছেন। গুয়াহাটিতে করেছেন ১৪ বলে ২৮ রান। ফলে দু’বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা ঈশান আবার ঢুকে পড়েছেন ক্রমতালিকায়। আপাতত ৬৪ নম্বরে তিনি।
আরও পড়ুন:
ব্যাটিং ক্রমতালিকায় উপরে উঠেছেন শিবম দুবে ও রিঙ্কু সিংহও। শিবম ন’ধাপ উঠে ৫৮ নম্বরে রয়েছেন। রিঙ্কু উঠেছেন ১৩ ধাপ। ৬৮ নম্বরে রয়েছেন ভারতের বাঁহাতি ব্যাটার।
নিউ জ়িল্যান্ড সিরিজ়ে খেলতে না পারলেও জায়গা হারাননি তিলক বর্মা। এখনও তিন নম্বরেই রয়েছেন তিনি। শীর্ষে ভারতের ওপেনার অভিষেক শর্মা। এই সিরিজ়েও দু’টি বড় ইনিংস খেলেছেন তিনি। অর্থাৎ, প্রথম দশে তিন ক্রিকেটার নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে ভারত।