ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ়ে হারিয়েছে ভারত। পুণেয় চতুর্থ ম্যাচেই হয়েছিল সিরিজ়ের ফয়সালা। সেই ম্যাচে শিবম দুবের পরিবর্তে হর্ষিত রানাকে খেলানো নিয়ে বিতর্ক কমেনি। এ বার মুখ খুললেন গৌতম গম্ভীর। কী বললেন ভারতের কোচ?
শিবমের কনকাশন পরিবর্ত হিসাবে খেলতে নেমে ৩ উইকেট নিয়েছিলেন হর্ষিত। ম্যাচ জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। ৪ ওভার বল করেছিলেন। সেই কারণে আরও বেশি বিরক্ত ইংল্যান্ড শিবির। এক জন অলরাউন্ডারের বদলে এক জন বিশেষজ্ঞ বোলারকে কোন নিয়মে খেলানো হল সেই প্রশ্ন তুলছে তারা। এই বিতর্কের জবাবে মজা করতে দেখা গেল গম্ভীরকে।
মুম্বইয়ে ম্যাচ শেষে গম্ভীর বলেন, “শিবম তো এই ম্যাচে চার ওভার বল করত। তা হলে ওর বদলে হর্ষিতের খেলায় সমস্যা কোথায়? চার ওভার বল করা নিয়ে কথা।” এই মন্তব্যের পর হাসতে দেখা যায় গম্ভীরকে। শেষ টি-টোয়েন্টিতে দু’ওভার বল করেছেন শিবম। ১১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। গম্ভীর বোঝাতে চেয়েছেন শিবম ও হর্ষিত দু’জনেই পেসার। শিবম যদি চার ওভার বল করে উইকেট নেন, তা হলে তাঁর পরিবর্ত হিসাবে হর্ষিতকে খেলিয়ে কোনও নিয়ম ভাঙেননি তাঁরা।
আরও পড়ুন:
ভারতের সাজঘরের পরিবেশ এই মুহূর্তে বেশ ফুরফুরে। অথচ গত মাসে অস্ট্রেলিয়া সফর চলাকালীন বেশ কিছু সমস্যার খবর পাওয়া যাচ্ছিল। এই পরিবর্তন কেন? গম্ভীরের মতে, খেলার ফলের উপরেই সবটা নির্ভর করে। তিনি বলেন, “ক্রিকেটারেরা একসঙ্গে খেলে। একসঙ্গে থাকে। মজা করে। কিন্তু তার মধ্যেও যখন দলের ফর্ম খারাপ থাকে তখন অনেক কথা শোনা যায়। সেগুলো কি আদৌ সত্যি? এই বিবেচনা কেউ করেন না। আবার যখন দল জেতে তখন পরিবেশ ভাল হয়ে যায়। তখন আর কেউ কোনও সমস্যার কথা বলে না। এটাই তো ভারতীয় ক্রিকেট।”
চলতি সিরিজ়ে পাঁচটি ম্যাচেই এক জন করে বিশেষজ্ঞ পেসার খেলিয়েছে ভারত। স্পিনের উপরেই জোর দিয়েছে দল। তাতে আট নম্বর পর্যন্ত ব্যাটার পাওয়া গিয়েছে। এই সিদ্ধান্তের নেপথ্যে যথেষ্ট কারণ রয়েছে বলে জানিয়েছেন গম্ভীর। তিনি বলেন, “মাঝের ওভারে রবি বিশ্নোই ও বরুণ চক্রবর্তী একটানা বল করেছে। ইংল্যান্ডের যা ব্যাটিং অর্ডার, তাতে প্রথম ছ’ওভারে যে ওরা আক্রমণ করবে, সেটাই স্বাভাবিক। তাই মাঝের ওভারে আমাদের উইকেট নিতে হত। সেই কারণেই দুই বিশেষজ্ঞ স্পিনার খেলিয়েছি। পাশাপাশি অলরাউন্ডার বেশি খেলানোয় আট নম্বর পর্যন্ত ব্যাটারও পেয়েছি। আট ব্যাটার থাকলে টপ অর্ডারের উপরেও চাপ একটু কম থাকে। এটাই আমাদের পরিকল্পনা। এ ভাবেই আমরা খেলতে চাই।”
টি-টোয়েন্টি সিরিজ় শেষ। এ বার সামনে এক দিনের সিরিজ়। সেখানে দলে ফিরছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। সেই সিরিজ় জিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে চান গম্ভীর।