গোটা সিরিজ়ে তাঁর স্পিনের ভেল্কিতে পরাস্ত হয়েছেন ইংরেজ ব্যাটারেরা। পাঁচটি ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন তিনি, যা দ্বিপাক্ষিক সিরিজ়ে কোনও বোলারের নেওয়া সর্বাধিক উইকেট। সিরিজ়ের সেরা ক্রিকেটারের পুরস্কারও পেয়েছেন তিনি। কিন্তু বোলিংয়ের জন্য নয়, অন্য একটি পুরস্কার পেয়ে বেশি খুশি ভারতীয় স্পিনার।
এই ম্যাচে বোলিংয়ের পাশাপাশি নজর কেড়েছে বরুণের ফিল্ডিং। তিনি সাধারণত দলের ভাল ফিল্ডারদের তালিকায় পড়েন না। ফলে থার্ডম্যান বা ফাইন লেগ অঞ্চলেই বেশি দেখা যায় তাঁকে। কিন্তু এই ম্যাচে বাউন্ডারিতে ফিল্ডিং করেছেন বরুণ। কয়েকটি বল ভাল বাঁচিয়েছেন। রবি বিশ্নোইয়ের বলে সামনে ঝাঁপিয়ে হ্যারি ব্রুকের ক্যাচ ধরেছেন। ফলে ম্যাচের সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছেন তিনি। এই পুরস্কার তাঁকে বেশি আনন্দ দিয়েছে।
ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে বরুণ টেনে এনেছেন তাঁর ফিল্ডিংয়ের কথা। তিনি বলেন, “আমার ফিল্ডিংয়ের জন্যও যে সকলে হাততালি দিচ্ছে, তা দেখে আমি খুশি। আমাদের দলের সকলে ফিল্ডিংয়ে উন্নতি করার চেষ্টা করছে। আমিও করছি। ফিল্ডিং কোচ টি দিলীপ স্যরের সঙ্গে পরিশ্রম করছি। তা কাজে দিয়েছে।” বরুণ যে ফিল্ডিংয়ের দিকে নজর দিয়েছেন তা জানিয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদবও।
আরও পড়ুন:
জীবনের সেরা ফর্মে রয়েছেন তিনি। কিন্তু এখনও উন্নতি করতে চান বরুণ। তিনি বলেন, “হয়তো এখন জীবনের সেরা ফর্মে রয়েছি। কিন্তু সবসময় উন্নতির জায়গা থাকে। এখনও কয়েকটা বল খারাপ হচ্ছে। সেগুলো ঠিক করতে হবে। পিচের ঠিক জায়গায় বল ফেলতে হবে। আরও উন্নতি করতে চাই। তার জন্য পরিশ্রম করছি।”
কেরিয়ারে প্রথম বার ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন বরুণ। এই বিশেষ মুহূর্তের জন্য অধিনায়ক সূর্য ও কোচ গৌতম গম্ভীরকে ধন্যবাদ দিয়েছেন বরুণ। তিনি বলেন, “এই পুরস্কারের গুরুত্ব আমার কাছে অনেক বেশি। এই পুরস্কার পরিবারকে উৎসর্গ করতে চাই। যে সুযোগ আমি পেয়েছি তার জন্য গৌতি স্যর ও সূর্য ভাইকে ধন্যবাদ।”