পেস আক্রমণকে নেতৃত্ব দিয়েছেন মহম্মদ সিরাজ। এজবাস্টনে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছেন তিনি। তাঁর কাঁধে ভর করে ১৮০ রানের লিড নিয়েছে ভারত। ভাল বল করার পরে সতীর্থরা মজা করেছেন তাঁকে নিয়ে।
২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর সিরাজ জানিয়েছিলেন, জসপ্রীত বুমরাহের উপর তাঁর পুরো ভরসা ছিল। তিনি জানতেন, বুমরাহ দেশকে বিশ্বকাপ জেতাবেন। এজবাস্টনে তৃতীয় দিনের খেলা শেষে মাঠে দাঁড়িয়ে সাক্ষাৎকার দিচ্ছিলেন সিরাজ। ঠিক সেই সময় সেখানে এসে উপস্থিত হন অর্শদীপ সিংহ। তিনি এসে জানান, নিজের কথা বদলাতে হবে সিরাজ়কে।
অর্শদীপ বলেন, “ভাই, তোমার কথা বদলাতে হবে। এ বার থেকে বলবে, আমি শুধু নিজের উপর ও জস্সি (বুমরাহ) ভাইয়ের উপর ভরসা করি।” অর্শদীপের মুখে সে কথা শুনে হেসে ফেলেন সিরাজ। মজা করলেও আসলে সিরাজের প্রশংসাই করেছেন অর্শদীপ। বুঝিয়েছেন, ভারত এখন শুধু বুমরাহ নয়, সিরাজের উপরেও ভরসা করতে পারে।
আরও পড়ুন:
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে সিরাজ ভাল বল করলেও বেশি উইকেট পাননি। দ্বিতীয় ইনিংসে বুমরাহ না থাকায় তাঁর উপর বেশি দায়িত্ব ছিল। সেটা পূরণ করেন তিনি। ১৯.৩ ওভারে ৭০ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি। সিরাজ পাশে পান আকাশ দীপকে। এই সিরিজ়ে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে ৮৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। অর্শদীপ ইংল্যান্ড সিরিজ়ের দলে সুযোগ পেলেও এখনও অভিষেক হয়নি তাঁর। তবে যে ভাবে প্রসিদ্ধ কৃষ্ণ বল করছেন, তাতে এর পর যে টেস্টে বুমরাহ খেলবেন না তাতে অর্শদীপের অভিষেকের সম্ভাবনা অনেক বেড়েছে।