Advertisement
২৫ এপ্রিল ২০২৪
T20 World Cup 2022

টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত-কোহলীদের দলে কার কার খেলা উচিত? জানিয়ে দিলেন পুজারা

এশিয়া কাপে দল নির্বাচনে ব্যর্থতার জন্য ভারতকে ছিটকে যেতে হয়েছে বলে মনে করেন চেতেশ্বর পুজারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে কাদের খেলা উচিত সে কথা জানিয়েছেন তিনি।

রোহিত-কোহলীদের দল নিয়ে মুখ খুললেন পুজারা।

রোহিত-কোহলীদের দল নিয়ে মুখ খুললেন পুজারা। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ১৪:৩৬
Share: Save:

এশিয়া কাপে ব্যর্থতার পরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল কেমন হওয়া উচিত, তা নিয়ে মুখ খুললেন চেতেশ্বর পুজারা। তাঁর মতে, এশিয়া কাপে দল নির্বাচনে কিছু সমস্যা হয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে তেমনটা হলে চলবে না। ভারতের মিডল অর্ডারে ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্য ও দীনেশ কার্তিক, তিন জনকেই চাইছেন পুজারা। সেই সঙ্গে ভারতীয় দলে অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারকেও দেখতে চাইছেন তিনি।

এশিয়া কাপে পন্থ, কার্তিক ও হার্দিককে একই ম্যাচে খেলানো হয়নি। ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয়েছে। ছ’নম্বর বোলারকে খেলানোর জন্যই তিন জনকে একসঙ্গে খেলানো হয়নি। কিন্তু সেটা ভারতের ক্ষতি করেছে বলে মনে করেন পুজারা। তিনি বলেন, ‘‘আমাকে যদি বলা হয় দলের পাঁচ, ছয় ও সাত নম্বরে কারা খেলবে, তা হলে আমি পন্থ, হার্দিক ও কার্তিককে খেলাব। আর যদি দীপক হুডাকে ষষ্ঠ বোলার হিসাবে খেলানো হয়, তা হলে পন্থকে বসানো যেতে পারে। কিন্তু এশিয়া কাপে তো হুডাকে দিয়ে বল করানো হল না। তা হলে কেন ওকে নেওয়া হল।’’

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভুবনেশ্বরকেও চাইছেন পুজারা। তার প্রধান কারণ, এশিয়া কাপে ভারতীয় বোলারের পারফরম্যান্স। পুজারা বলেন, ‘‘ভুবনেশ্বরের বোলিং নিয়ে কারও মনে কোনও সন্দেহ থাকা উচিত নয়। বিশেষ করে অস্ট্রেলিয়ায় তো ওকে প্রথম একাদশে খেলাতেই হবে। অর্শদীপ ভাল বোলার, কিন্তু পাওয়ার প্লে-তে ভুবনেশ্বরের তিন ওভার খুব কাজে দেবে।’’

ভারতের হয়ে ডেথ ওভারে যশপ্রীত বুমরা ও হর্ষল পটেল বল করবেন বলে মনে করছেন পুজারা। সে ক্ষেত্রে ভুবনেশ্বর পাওয়ার প্লে-তে বড় অস্ত্র হয়ে উঠতে পারেন। পুজারা বলেন, ‘‘বুমরা, হর্ষলরা ডেথ ওভারে পারদর্শী। ওরা থাকলে ভুবনেশ্বরকে শেষ দিকে বল করতে হবে না। এতে ওর চাপ অনেকটা কমে যাবে। পাওয়ার প্লে-তে ভুবি ও শেষে বুমরা-হর্ষল থাকলে মাঝের ওভারে স্পিনারদের উইকেট তুলতে সুবিধা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE