এজবাস্টনে প্রথম ইনিংসে শতরান করার সুযোগ ছিল রবীন্দ্র জাডেজার। কিন্তু ১১ রানের জন্য তা হাতছাড়া হয়েছে। ৮৯ রান করে আউট হয়েছেন তিনি। তার পরেও নজির গড়েছেন ভারতীয় অলরাউন্ডার। তিনি ছুঁয়েছেন কপিল দেবকে।
সেনা (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জ়িল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশে টেস্টে আট নম্বর অর্ধশতরান করেছেন জাডেজা। এই চার দেশে কপিলেরও আটটা অর্ধশতরান রয়েছে। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সাত বা তার নীচে ব্যাট করতে নেমে এই চার দেশে টেস্টে অর্ধশতরানের তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন তাঁরা। তালিকায় শীর্ষে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর ১৬টা অর্ধশতরান রয়েছে এই চার দেশে।
টেস্ট সাম্প্রতিক সময়ে ফর্ম ভাল যাচ্ছিল না জাডেজার। এই ইনিংসের আগের ছ’টা ইনিংসে এক বারও অন্তত ৩০ রান করতে পারেননি তিনি। ব্যাট হাতে তাঁর খারাপ ফর্মের কারণে অনেকে তাঁকে দলের বাইরে রাখার পরামর্শও দিয়েছিলেন। কিন্তু তাঁর উপর ভরসা দেখিয়েছেন গৌতম গম্ভীর ও শুভমন গিল। সেই ভরসার দাম দিয়েছেন তিনি।
আরও পড়ুন:
এজবাস্টনে জাডেজা যখন ব্যাট করতে নামেন তখন ভারতের রান ৫ উইকেটে ২১১। সেখান থেকে শুভমনের সঙ্গে জুটি বাঁধেন তিনি। তার পর ৪৬ ওভার ব্যাট করেন এই জুটি। যোগ করেন আরও ২০৩ রান। তাঁদের ব্যাটে কঠিন পরিস্থিতি থেকে বার হয় ভারত। দেখে মনে হচ্ছিল, শতরান করবেন জাডেজা। তিন বছর আগে ইংল্যান্ড সফরে এই মাঠেই শতরান করেছিলেন তিনি। কিন্তু তা হাতছাড়া হয়। তার পরেও নজির গড়লেন ভারতের বাঁহাতি অলরাউন্ডার।