টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন রোহিত শর্মা। আইপিএলের মাঝেই এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ভারত অধিনায়ক। এ বার থেকে ভারতের হয়ে শুধু এক দিনের ক্রিকেট খেলবেন রোহিত। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক কুড়ি-বিশের ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন তিনি। এ বার আরও একটি ফরম্যাটকে অলবিদা জানালেন রোহিত।
কোনও সাংবাদিক বৈঠক করেননি রোহিত। ইনস্টাগ্রামে চার লাইনের একটি বিবৃতি দিয়েছেন শুধু। সেখানে রোহিত লিখেছেন, “সকলকে জানাতে চাই যে, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকে দেশের হয়ে খেলা আমার কাছে গর্বের। এত বছর ধরে এত ভালবাসা ও সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ। এক দিনের ফরম্যাটে ভারতের হয়ে খেলা চালিয়ে যাব।”
গত বছর থেকেই টেস্টে রোহিতের ব্যাটে রানের খরা চলছে। দেশের মাটিতে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে চুনকাম হয়েছিল ভারত। সেই সিরিজ়ে একেবারেই রান করতে পারেননি রোহিত। তার পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ়েও রান আসেনি ভারত অধিনায়কের ব্যাট থেকে। এমনই পরিস্থিতি হয়েছিল যে সিডনিতে শেষ টেস্টে প্রথম একাদশের বাইরে রাখতে হয়েছিল রোহিতকে।
আরও পড়ুন:
সেই সময় থেকেই রোহিতের অবসরের জল্পনা শুরু হয়েছিল। শোনা গিয়েছিল, কোচ গৌতম গম্ভীরের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হয়েছে। গম্ভীরই তাঁকে আর চাইছেন না। তবে সিডনি টেস্ট চলাকালীন সম্প্রচারকারী চ্যানেলে রোহিত স্পষ্ট করে দিয়েছিলেন যে, তিনি শুধু একটি টেস্টের জন্য বাইরে বসেছেন। এখনই অবসরের কোনও সম্ভাবনা নেই। খেলা চালিয়ে যাবেন তিনি। যদিও বাস্তবে দেখা গেল, রোহিত আর দেশের হয়ে সাদা জার্সিতে নামলেন না।
গম্ভীরের সঙ্গে রোহিতের সংঘাতের খবর শোনা গেলেও মঙ্গলবার তা উড়িয়ে দিয়েছিলেন ভারতের কোচ। একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন, “কিছু মানুষ যাঁদের ইউটিউব চ্যানেল আছে, তাঁরা নিজেরাই বিশেষজ্ঞ হয়ে বসে আছে। তাঁরাই যা মনে হচ্ছে বলছেন। আমরা দু’মাস আগে একসঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি। ভাবুন, যদি হেরে যেতাম তখন আমাকে কী ধরনের প্রশ্ন করা হত?” রোহিতকে তিনি কতটা সম্মান করেন সে কথা জানিয়েছিলেন গম্ভীর। তিনি বলেছিলেন, “দু’মাস আগে যে কোচ ও অধিনায়ক একসঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করার কোনও মানেই হয় না। মানুষ ও ক্রিকেটার হিসাবে আমি রোহিতকে খুব সম্মান করি। ও ভারতের জন্য যা করেছে তার কোনও জবাব নেই। ও যে দিন থেকে ভারতীয় দলে খেলছে সে দিন থেকেই ওর সঙ্গে আমার সম্পর্ক বেশ ভাল। সেটা কোনও দিন বদলাবে না।” রোহিতের এই কথার ২৪ ঘণ্টার মধ্যে এল রোহিতের অবসরের খবর।
আইপিএলের পরেই ইংল্যান্ড সফরে যাবে ভারত। পাঁচ টেস্টের সেই সিরিজ় থেকে আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই শুরু করবে তারা। শোনা যাচ্ছিল, ইংল্যান্ড সিরিজ়ের আগে রোহিতকে টেস্টের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। সেই জল্পনার মাঝেই অবসর নিলেন তিনি। অর্থাৎ, ইংল্যান্ড সফরের আগে নতুন অধিনায়ক ঘোষণা করতে হবে ভারতকে। সেই দৌড়ে জসপ্রীত বুমরাহ, ঋষভ পন্থ ও শুভমন গিল রয়েছেন।
সাদা বলের ক্রিকেটে রোহিতের রেকর্ড আকর্ষণীয় হলেও টেস্টে তা নয়। দীর্ঘ দিন টেস্টে নিয়মিত সুযোগ পেতেন না তিনি। পরে ওপেনার হিসাবে খেলানো শুরু হয় তাঁকে। ভারতের হয়ে ৬৭টি টেস্ট খেলেছেন রোহিত। করেছেন ৪৩০১ রান। ব্যাটিং গড় ৪০.৫৭। টেস্টে ১২টি শতরান ও ১৮টি অর্ধশতরান করেছেন রোহিত। সর্বাধিক রান ২১২। টেস্টে তাঁর বেশির ভাগ রানই ভারতের মাটিতে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দেশে বার বার সমস্যায় পড়েছেন তিনি। সামনে ইংল্যান্ড সফরে রোহিত ব্যর্থ হলে তাঁর টেস্ট কেরিয়ার নিশ্চিত ভাবে শেষ হয়ে যেত। তার আগেই টেস্ট থেকে অবসর ঘোষণা করলেন রোহিত।