Advertisement
০৪ মে ২০২৪
Tilak Varma

দলীপ খেলতে খেলতে ভারতীয় দলে সুযোগ, বাড়িতে ফোন করেও কথা বলতে পারেননি তিলক

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তিলক বর্মা। ভারতীয় দলে জায়গা পেয়ে প্রথম কী করেছিলেন, সে কথা জানিয়েছেন ভারতের বাঁ হাতি মিডল অর্ডার ব্যাটার।

Tilak Varma

তিলক বর্মা। ছবি: টুইটার

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৩ ১৪:৩৬
Share: Save:

ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে ভাল খেলায় ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তিলক বর্মা। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে অভিষেক হয়েছে তাঁর। দলীপ ট্রফি খেলতে খেলতে তিলক জানতে পারেন যে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। সে কথা জানার পরে বাড়িতে ফোন করেছিলেন। কিন্তু ফোন করেও কথা বলতে পারেননি বাঁ হাতি ব্যাটার। সতীর্থ ঈশান কিশনের সঙ্গে আড্ডায় সে কথা জানালেন তিলক।

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে তিলকের সতীর্থ ঈশান। ভারতীয় দলেও একই সঙ্গে খেলছেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ়ের মাঝে দু’জনের একটি কথোপকথনের ভিডিয়ো প্রকাশ করেছে বিসিসিআই। ঈশানের কিছু প্রশ্নের জবাব দিয়েছেন তিলক। সেখানেই তিলক বলেন, ‘‘দলীপ খেলতে খেলতে খবর পাই যে ভারতীয় দলে জায়গা পেয়েছি। প্রথমেই বাড়িতে ফোন করি। কিন্তু কথা বলতে পারিনি। বাবা-মা কান্নাকাটি করছিল। আমি বেশি ক্ষণ নিজেকে আটকে রাখতে পারতাম না। তাই ফোন কেটে দিই। তার পরে কোচকে ফোন করেছিলাম। কোচও কাঁদছিলেন। সবার মনের অবস্থা একই রকম ছিল।’’

গত বছর মুম্বইয়ের হয়ে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছিল। দলের বাকি ব্যাটারেরা ব্যর্থ হলেও ধারাবাহিক ভাবে রান করেছিলেন তিলক। তখন থেকেই ভারতের টি-টোয়েন্টি দলে সুযোগের দাবিদার ছিলেন তিনি। তিলক কি নিজেও সেটা বুঝতে পেরেছিলেন? এই প্রশ্নের জবাব বাঁ হাতি মিডল অর্ডার ব্যাটার বলেন, ‘‘আমার কাজ ভাল খেলা। বাকিটা আপনা থেকেই হয়ে যাবে। প্রথম মরসুম হলেও আমি কখনও চাপ নিয়ে খেলিনি। প্রথম থেকেই মাঠে নেমে নিজের সেরাটা দিয়েছি। পরিস্থিতি অনুযায়ী খেলেছি। নিজের উপর বিশ্বাস রেখেছি। সেই বিশ্বাসের দাম পেয়েছি।’’

আইপিএলে খেলার সময় হাতে ট্যাটু ছিল না তিলকের। কিন্তু এখন তাঁর ডান হাত ভর্তি ট্যাটু। এই বদল নিয়েও তিলককে প্রশ্ন করেন ঈশান। কী ভাবে এতটা বদল এল তাঁর মধ্যে? জবাবে তিলক বলেন, ‘‘আমি আগেও ট্যাটু করাতে চেয়েছিলাম। কোচকে সে কথা বলেছিলাম। কোচ বলেছিলেন, আগে একটা জায়গায় পৌঁছে তার পর হাতে ট্যাটু করাতে। সেই কারণে আইপিএলে ভাল খেলার পরেই ট্যাটু করিয়েছি।’’

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ২২ বলে ৩৯ রান করেন তিলক। ভারতীয় ব্যাটারদের মধ্যে সব থেকে বেশি রান করেও দলকে জেতাতে পারেননি তিনি। ৪ রানে হারে ভারত। রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজ় জিততে হলে বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচে জিততেই হবে ভারতকে। এখন দেখার বাকি দুই ম্যাচেও তিলক নিজের ছন্দ রেখে খেলতে পারেন কি না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE