Advertisement
E-Paper

ভারতের জন্য জোড়া সুখবর! আইসিসি-র মাসের সেরা ক্রিকেটার স্মৃতি, অভিষেক

ভাল খেলার পুরস্কার পেলেন অভিষেক শর্মা ও স্মৃতি মন্ধানা। আইসিসি-র মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন ভারতের পুরুষ ও মহিলা দলের দুই ক্রিকেটার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৭:১৪
cricket

(বাঁ দিকে) স্মৃতি মন্ধানা ও অভিষেক শর্মা (ডান দিকে)। —ফাইল চিত্র।

আইসিসি-র সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন অভিষেক শর্মা ও স্মৃতি মন্ধানা। অভিষেক হয়েছেন পুরুষদের ক্রিকেটে সেরা। মন্ধানা মহিলাদের ক্রিকেটে সেরার শিরোপা জিতেছেন। প্রতি মাসে সেরা ক্রিকেটারের পুরস্কার দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। এই মাসে দু’টি পুরস্কারই এসেছে ভারতে।

অভিষেকের লড়াই ছিল সতীর্থ কুলদীপ যাদব ও জ়িম্বাবোয়ের ব্রায়ান বেনেটের বিরুদ্ধে। অন্য দিকে পাকিস্তানের সিদরা আমিন ও দক্ষিণ আফ্রিকার তাজ়মিন ব্রিটসকে হারিয়ে সেরা হয়েছেন মন্ধানা।

সেপ্টেম্বর মাসে ছিল এশিয়া কাপ। সেখানে দুরন্ত খেলেছেন অভিষেক। ফাইনাল বাদে প্রতিটি ম্যাচে ভাল খেলেছেন এই বাঁহাতি ওপেনার। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ঝোড়ো ৩০ রান দিয়ে প্রতিযোগিতা শুরু করেন তিনি। পরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৩১ ও গ্রুপের শেষ ম্যাচে ওমানের বিরুদ্ধে ৩৮ রান করেন। সুপার ফোরের তিন ম্যাচে ৭৪, ৭৫ ও ৬১ রান করে ভারতকে ফাইনালে তোলেন অভিষেক। প্রতিযোগিতায় ৪৪.৮৫ গড় ও ২০০ স্ট্রাইক রেটে ৩১৪ রান করেন তিনি। এর আগে এশিয়া কাপের টি-টোয়েন্টি ফরম্যাটে কোনও ব্যাটার ৩০০ রান করতে পারেননি।

মন্ধানাও সেপ্টেম্বর মাসে ভাল ফর্মে ছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ় জোড়া শতরান করেন তিনি। তার মধ্যে একটি ৫০ বলে। পুরুষ ও মহিলা ক্রিকেটারদের মধ্যে সেটি এক দিনের ক্রিকেটে দ্রুততম শতরান। সেই সিরিজ়ের সেরা ক্রিকেটার হন তিনি। সেপ্টেম্বর মাসে চারটি এক দিনের ম্যাচে ৭৭ গড় ও ১৩৫.৬৮ স্ট্রাইক রেটে ৩০৮ রান করেন তিনি।

আইসিসি-র পুরস্কার জিতে অভিষেক বলেন, “গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ দলকে জেতাতে পেরেছি। তার পুরস্কার পেয়েছি। আমি এমন একটা দলের হয়ে খেলি যারা যে কোনও পরিস্থিতি থেকে ম্যাচ জিততে পারে। এমন দলের সদস্য হয়ে গর্বিত। আগামী দিনেও দলকে জেতানোর চেষ্টা করব।” গত মাসের ফর্ম এক দিনের বিশ্বকাপেও ধরে রাখতে চান মন্ধানা। তিনি বলেন, “এই পুরস্কার আমাকে আরও ভাল খেলার অনুপ্রেরণা জোগাবে। আমার একমাত্র লক্ষ্য দলকে জেতানো। সেই কাজটা বিশ্বকাপেও করার চেষ্টা করব। আশা করছি, সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারব।”

Abhishek Sharma Smriti Mandhana ICC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy