দিল্লিতে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে শুক্রবার। তার আগে, বুধবার গোটা দলকে নিজের বাড়িতে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন কোচ গৌতম গম্ভীর। সেই আমন্ত্রণ রক্ষা করতে ভারতের কোচের বাড়িতে গেলেন সকলেই। তবে চমকে দিয়েছেন এক বিশেষ অতিথি।
পূর্বঘোষণা মতোই বুধবার দুপুরে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলন করে ভারতীয় দল। এর পর হোটেলে ফিরে বিশ্রাম নিয়ে তারা চলে যায় গম্ভীরের বাড়ি। শুধু ক্রিকেটারেরা নয়, সাপোর্ট স্টাফ-সহ দলের প্রত্যেকে আমন্ত্রিত ছিলেন। গম্ভীর চেয়েছিলেন, ক্রিকেটারেরা মন খুলে আড্ডা দিন। সেটাই হয়েছে। একে অপরের মধ্যে বন্ধুত্ব এবং গোটা দলের মধ্যে ঐক্য তৈরি করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারও প্রভাব পড়েছে।
প্রথমে শোনা গিয়েছিল, গম্ভীরের আমন্ত্রণ শুধু ওয়েস্ট ইন্ডিজ় দলে থাকা ক্রিকেটারদের জন্যই। দলের প্রত্যেকে টিম বাসে করেই গম্ভীরের বাড়ি গিয়েছিলেন। সেখানেই আচমকা হাজির হয়ে চমকে দেন হর্ষিত রানা, যিনি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের দলে নেই। ভারতীয় দল আসার আগেই গম্ভীরের বাড়িতে পৌঁছন রানা। নিজেই দামী গাড়ি চালিয়ে গিয়েছিলেন তিনি।
কেন রানাকে আমন্ত্রণ জানানো হয়েছে তা নিয়ে জল্পনা চলছে। অনেকে মনে করছেন, রানা গম্ভীরের খুব পছন্দের ক্রিকেটার বলেই আমন্ত্রণ পেয়েছেন। আবার একাংশের মতে, রানাও দিল্লিতে থাকেন। তাই হয়তো গম্ভীর আমন্ত্রণ জানিয়েছেন।
আরও পড়ুন:
ভারতীয় দলের কাছে আগামী কয়েক মাস খুবই কঠিন হতে চলেছে। ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ় শেষ হলেই যেতে হবে অস্ট্রেলিয়া। সেখান থেকে ফিরে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজ়। তার পর নিউ জ়িল্যান্ড সিরিজ় রয়েছে। পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। গম্ভীর যেহেতু কোচ, তাঁকে সব জায়গাতেই থাকতে হবে। তিন ফরম্যাটের দলেই থাকায় শুভমন গিলকেও প্রচুর পরিশ্রম করতে হবে। তাই গম্ভীর চেয়েছিলেন, সকলেই তাঁর বাড়িতে স্বাধীন ভাবে একটু সময় কাটান। সেই উদ্দেশ্য পূরণ হয়েছে বলে জানা গিয়েছে।